বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

১১ ডিসেম্বর ১৯৭১

জাতিসংঘে আত্মসমর্পণের প্রস্তাব পাকিস্তানি সেনা কর্মকর্তার
একাত্তরের এদিন হিলি সীমান্তে যৌথবাহিনী প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি পড়ে।
মার্কিন সপ্তম নৌবিহারের টাস্কফোর্স বঙ্গোপসাগর অভিমুখে।

মিত্রবাহিনী এগিয়ে চলছে। মৌলভীবাজারের পতন আর
নরসিংদীতে যৌথবাহিনীর দখল প্রতিষ্ঠা হয়।
এদিকে দেশের অধিকাংশ থানায় স্বাধীন বাংলাদেশের সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়।
সন্ধ্যায় গোবিন্দগঞ্জে হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটিতে আক্রমণ ও
সারারাত যুদ্ধ শেষে ভোরে গোবিন্দগঞ্জের পতন ঘটে।
জাতিসংঘের অনুরোধে বিদেশি নাগরিকদের স্থানান্তরের জন্য
ঢাকা বিমানবন্দরে সাময়িক সময়ের জন্য বিমান হামলা স্থগিত হয়।
যুদ্ধ বিরতির জন্য প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা
মেজর জেনারেল রাও ফরমান আলী জাতিসংঘ সদর দফতরে
জরুরি বার্তা প্রেরণ করেন। জামালপুর ময়মনসিংহ, গাইবান্ধা, চণ্ডীপুর,
টাঙ্গাইল, কুষ্টিয়া, ফুলছড়িহাট ও বাহাদুরবাদ ঘাটসহ মুক্ত হয়
অবরুদ্ধ বাংলাদেশের ১২টি গুরুত্বপূর্ণ এলাকা।
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর ৬ দিনব্যাপী অবরোধ ও প্রচণ্ড যুদ্ধের
পর এদিন ভোরে জামালপুর হানাদারমুক্ত হয়।
জামালপুর গ্যারিসনে অবস্থানকারী পাকিস্তানি বাহিনী ২১ বেলুচ
রেজিমেন্টের ৬ জন অফিসার ও ৫২২ জন সেনা যৌথবাহিনীর আছে আত্মসমর্পণ করে।
হানাদেরদের মধ্যে নিহত হয় ২১২ জন আর আহত হয় ২০০ জন।
এদিন মুক্ত যশোরের জনসভায় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন।
এগুলো হলো: যুদ্ধাপরাধীদের বিচার, ২৫ মার্চের আগের মালিককে সম্পত্তি ফেরত দান,
সব নাগরিকের সমঅধিকার এবং চারটি রাজনৈতিক দল নিষিদ্ধকরণ।
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে যশোর সার্কিট হাউসে বলেন, ‘
তারা তাড়াতাড়ি সংবিধান রচনা করবেন যা ২৪ বছরে পাকিস্তান করতে পারেনি।

সংগ্রহঃ- দেশ জানো


  1. ১০ ডিসেম্বর ১৯৭১ 
  2. ২ ডিসেম্বর, ১৯৭১
  3. ৩ ডিসেম্বর ১৯৭১
  4. ৪ ডিসেম্বর ১৯৭১
  5. ৬ ডিসেম্বর ১৯৭১
  6. ৭ ডিসেম্বর ১৯৭১ 
  7. ৮ ডিসেম্বর ১৯৭১
  8. ৯ ডিসেম্বর ১৯৭১ 

কোন মন্তব্য নেই: