শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

প্রেমিক মাতাল

সুরঞ্জনা তুই কখনো আমায় ছেড়ে চলে যাবি কল্পনাও করিনি।
কিন্তু আজ ৪টি বছর যাবত তুই বিহীন বাস্তবতায়,
তোকেই খুজে ফিরছি আবেগের গবিরতায়।
তুই একটি কথা আমায় প্রায় বলতি,
"আবেগ দিয়ে জীবন চলে না,
বাস্তবতাকে মেনে নিতে হয়"।

আমি শান্ত বাস্তবতার আগাতে

যে বাঘের কামুর খেয়ে সয়ে নিতে পাড়ে
তার কি কুকুরের কামুরে কিছু হয়?
যাকে হারিয়েছি আগেই,

স্মৃতি ডায়েরি

ফেলে আসা মোর স্মৃতি ডায়েরি
বারবার পিছু ডাকে মোরে
চাইলেই কি যাওয়া যায়
স্মৃতি গভীরে।

দেখা হবে আবার

কুড়িয়ে নিয়েছিলাম অনেক সুখ কাশের বনে
ধুয়ে নিয়ে গেছে আবার তা শ্রাবনের প্লাবনে।
কিঞ্চিৎ রেখে গেছে, যা শধু জ্বালা ময়
ধুয়ে নেক তাও, নেই হারানোর ভয়।

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

নাম না জানা কেউ

ভাল থাকুক সবুজ পাতা,
বাতাবি লেবুর ঘ্রাণ
ভাল থাকুক আতা গাছটা
আর তোতা পাখির গান।

ঘুরে আসুন আমার সামু ব্লগে