প্রেমিক মাতল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেমিক মাতল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ মে, ২০২০

অমানুষের কবি'র মৃত্যুতে


অমানুষের কবি'র মৃত্যুতে

একদিন আমিও মানুষ ছিলাম, ছিল মানুষের মতো জীবন স্বপ্নময়
একদিন আমিও প্রেমিক ছিলাম, ছিল প্রেমিকাকে হারাবার ভয়।

একদিন আমিও পথিক ছিলাম, স্বপ্নের মতো জীবন গড়ার পথে
একদিন আমিও বৃষ্টিকে ভালবেসে ছিলাম, কোন এক মেঘ কালো রাতে।

একদিন আমিও মায়ের লক্ষি ছেলে ছিলাম, টাকার নেষায় মেতে
একদিন আমিও সমাজের ছিলাম, সমাজের দ্বায়বদ্ধতা থেকে।

আজ আমি অন্য মানুষ, অন্য কোন পথের, অন্য কোন নদীর ঘাটে
অন্য ভাবেই কাটছে জীবন, জীবনের শেষ হিসেব নিকেশ কষে।

বেচে আছি মরবো বলে, মরার তরে, জীবনের শেষ মোহনায়
অমানুষের কবি'র মৃত্যুতে কে আছে কাদার ছলে করে হায়হায়।

থেমে থাক অমানুষের কবি

থেমে থাক অমানুষের কবি


ছোট লোকের ঘরে জন্ম আমার, বড়লোকের মতো ছোটলোকি মন তাই
বড়লোক ছোটলোকের লক্ষ্য একটাই, কারিকারি টাকা কামাই।

বড়লোক ছোটলোক ভাই ভাই, যে ভাবেই হোক টাকা চাই
সম্মান বাড়লো না কমলো কি দেখি, তাতে খেতা পুড়া ছাই।

না আর হবেনা, এখানেই থেমে থাক অমানুষের কবি.....

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

কতো দুপুর না খেয়ে কাটিয়েছি টাকার অভাবে...


কতো দুপুর না খেয়ে কাটিয়েছি টাকার অভাবে।সেই অভাবের মাঝেই কতো দুপুরে খুদার্থ অসহায় কিংবা পথশিশুদেরকে নিজের দুপুরের খাবার খাওয়ার টাকা বিলিয়ে দিয়েছি হাসি মুখে শুধুমাত্র #মানুষ_হওয়ার_বিশাল_আকাংখায়। পেয়ে কতো শত স্বর্গীয় হাসি উপহার। যা অনায়াসে স্বর্গের স্বাদ মিঠায়। 

হাহাহাহা আজ আমার টাকার অভাব নেই। খাবারের অভাব নেই।সব অভাব কেটে গেছে। অথচ আজ আমার অভাব পরেছে আমার মধ্যে থাকা সেদিনের আবেগ বিবেক ভালবাসার। না এখন আর আমার চোখ পথশিশুর দেখা পায়না। দেখেনা কোন খুদার্থ অসহায়ের। 

না আমি মানুষ হতে পারিনি অল্প কিছু কাগজের নোটের নেষায়। টাকার নেষা আমার মানুষ হওয়ার নেষাটাকে মেরে ফেলেছে।মেরে ফেলেছে আমার আবেগ বিবেক ভালবাসাকে।

এক সময় আমি বলতাম যার মাঝে আবেগ নেই, বিবেক নেই, ভালবাসা নেই সে মানুষ হতে পারেনা। অথচ আজ আমি মানুষ নই। টাকার নেষা আমাকে অমানুষ করে দিয়েছে। পৃথিবীতে টাকার নেষার চেয়ে খারাপ নেষা কি আর থাকতে পারে।

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

পেরেছ কি তুমি কাদিতে?



এক চিলতে বৃষ্টি ঝরেছিল আজ, আমার দুচোখে
কিন্তু মেঘ জমা ছিলনা বিন্দুমাত্র, মনের আকাশে।
আজ ফাগুনের আগুন পুড়িয়েছিল মন, খুব গোপনে
কিন্তু তখন বৃষ্টি ঝরেনি চোখে, সে আগুন নেভাতে।

না আর কবিতা লিখবোনা, তোমার বিরহের যাতনায়
তুমি তো কবির প্রেমে পরনি, পরেছিলে কবিতার।
কবিতা আমার সৃষ্টি, তাই করে ছিলে আরাধনা আমার
আমি তো ভেবে ছিলাম, এ যেন কবির জীবনে এলো প্রেমের জোয়ার।

প্রাণহীন মৃতদেহ লুঠায়ে পরিলে একদিন মাটিতে
শুয়ায়ে রাখিবে যখন লোকে শিতল পাটিতে।
হয় তো আসিবে সেদিন তুমি শেষ দেখা দেখিতে
অথচ আমি জানবোনা পেরেছ কি তুমি কাদিতে?

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

আপনার আদর্শেই গড়ে উঠুক আপনার সন্তান - প্রেমিক মাতাল

আপনার আদর্শেই গড়ে উঠুক আপনার সন্তান

নিজ নিজ পিতা মাতার আদর্শ নিয়ে যদি নতুন প্রজন্ম আদর্শ নাগরিক হয়, তবে চোরের সন্তান চোর হবে।দুর্নীতিবাজদের সন্তান দুর্নীতিবাজ হবে।সন্ত্রাসের সন্তান সন্ত্রাসী হবে।ধার্মিক লোকের সন্তান ধার্মিক হবে।নাস্তিকের সন্তান নাস্তিকবাদী হবে। সৎ লোকের সন্তান সৎ হবে।অর্থাৎ পিতা যেমন পুত্র কন্যা তেমন হবে। তাই প্রতিজন পিতামাতাকে এমন আদর্শিক জীবন যাপন করতে হবে যে, যে আদর্শের নাগরিক হিসেবে নিজের সন্তানদেরকে গড়তে চান।কারণ সন্তানের প্রথম এবং প্রধান আদর্শ তাদের আপন পিতা মাতা। যদিও শৈশব থেকে আমার পিতা নেই। তাই আমার, আমার পিতার আদর্শ সমন্ধে কোন ধারণা নেই। তাই আমি আমার পিতার আদর্শের আদর্শীক হওয়ার সম্ভাবনা আমার নেই। তাই আমি আমাকে সেই আদর্শেই গড়ে তুলার চেষ্টা করছি যেই আদর্শে আমি আমার সন্তানদের গড়ে তুলতে চাই। যদিও আমি এখনো অবিবাহিত। কিন্তু অসংখ্য শিশুর বাবা বাপ্পা হয়ে আছি এক যুগ ধরে।তাদের ভালবাসা আমাকে মানুষ করে তুলে তাদেরকে মানুষের মতো মানুষ গড়ার ইচ্ছা থেকে। যদিও ঐ শিশুদের জন্মদাতা বা পিতা আমি নই।

আপনার সন্তানকে যে ভাবে যে আদর্শে গড়ে তুলতে চান ঠিক ভাবে সেই আদর্শে নিজের জীবন পরিচালনা করুন। কারণ প্রতিটি পিতামাতার প্রথম অনুসারী বা ফ্লোয়ার  তাদের আপন সন্তানরা। আপনার আদর্শেই গড়ে উঠুক আপনার সন্তান। গড়ে তুলুন সুন্দর শান্তির ভুবন।

টাগ  সমুহঃ পিতার আদর্শ,আদর্শ বাবার গুণের কথা জেনে নিন,আমার পরিবার,আদর্শ সন্তান গঠনে মাতা-পিতার করণীয়,মোঃ মোস্তফা জামান,জাতির পিতার আদর্শ ধারণ ও চর্চার আহ্বান,জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিতে হবে,জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিতে হবে,একজন আদর্শ পিতার ১১টি উপদেশ,'জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সবাইকে এক হতে হবে,আমার পিতা, আমার আদর্শ,সুন্তানের আদর্শ,আমার অন্তর পুইরা কালাগো,তোমার বিহনে,মুফতি গিয়াস উদ্দিন আত,পিতা মাতার হক্ব,প্রবল শক্তি নিয়ে জেগে উঠলো ঘুমন্ত বি এনপি!! আর কোন ভুল নয়,প্রেমিক মাতাল,নুর ইসলাম রফিক,নূর ইসলাম রফিক,nur islam rafiq,pramik matal,premik matal,noor islam rafiq,প্রেমিক মাতাল,নুর ইসলাম রফিক এর বাংলা ব্লগ