কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

আজব এক দুনিয়া বাইনাছে


এইটা মগো বাপের ভিটা 
করতে পারি মন চায় যেটা 
ইচ্ছে মতো মোয়া বানাই
জনে জনে তা-ই বিলাই।

মাটির এই পৃথিবীতে মাটির মানুষ নাইরে ভাই


মাটির এই পৃথিবীতে মাটির মানুষ নাইরে ভাই
মাটির মানুষের ভিতর পাথর খুজে পাই !!
অন্ন ভুখার কান্দনে আর গলে নারে মাটির মন
মনটা এখন মাটির নাইরে, হয়ে গেছে পাথর কখন !!

সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

আসবি কি তখন দেখতে আমায়



আমি না হয় অশ্রু ছিলাম তোর দুচোখের পাতা জুরে
তুই তো আমার স্বপ্ন ছিলি তবু, কেন গেলি সরে?
আজও তোরে খুজে বেড়াই শহর গ্রাম বন বাদারে
তুই কি আমায় দেখতে পাস, তোর চোখের পাতা বন্ধ করে?

শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

বাজানরে নিলি বসত নিলি নিলি মায়ের লাশ


মাদানে মায় কইলো খোকা আমার ভুর করে আয় ভাত নিতাছি থালে
মুখে তুলে খাইয়ে দিমু লক্ষি খোকা বলে।
কপালের ঐ কোনে নজর টিপ দিমু কেউর নজর পরেনা বলে
তোর বাপে তোরে কইছে আজ হাটে নিবো বৈকালে।
বান্দরের মতো নাইচ্ছা নাইচ্ছা নাইতে গেলাম পুসকুনিতে
আয়া দেখি মায় আমার পইরা আছে মাটিতে।

স্বপ্ন ভাঙ্গাতেই হারালাম


তোর হারানো পথের পথিক হবো, বল সঙ্গে নিবি?
তোর ভাঙ্গা স্বপনের বপন করবো, বল স্বপ্ন দিবি?
তোর পুড়া অন্তরে প্রেমের সৃজন করবো, বল করতে দিবি?

আরে জানী তো আমি পাগল উদ্ভুক সবাই বলে
তুই আর নতুন করে বলবি কি?
ভালবাসা দিবি, বল ভালবাসা দিবি আমায়?
না দিস, ভালবাসা নিবি আমার, বল নিবি?

সোমবার, ৮ আগস্ট, ২০১৬

বাজানরে নিলি বসত নিলি নিলি মায়ের লাশ


মাদানে মায় কইলো খোকা আমার ভুর করে আয় ভাত নিতাছি থালে
মুখে তুলে খাইয়ে দিমু লক্ষি খোকা বলে।
কপালের ঐ কোনে নজর টিপ দিমু কেউর নজর পরেনা বলে
তোর বাপে তোরে কইছে আজ হাটে নিবো বৈকালে।
বান্দরের মতো নাইচ্ছা নাইচ্ছা নাইতে গেলাম পুসকুনিতে
আয়া দেখি মায় আমার পইরা আছে মাটিতে।

বুধবার, ২০ জুলাই, ২০১৬

বৃষ্টি আমায় স্পর্শ করবে


দিন দিন আমার পৃথিবীটা ছোট হয়ে আসছে।
হচ্ছে কোলাহল মুক্ত, আর কমে আসছে লোকালয়।
কমে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন।

আর কিছুদিন পরেই নিঃসঙ্গতা আমাকে আকড়ে ধরবে
কুড়ে কুড়ে ছোট করে দেবে আমায় আয়ু রেখা।
আমি হবো মৃত্যু পথযাত্রী সেজন।

তারপর আর হবেনা নতুন কথামালার সৃজন
হবেনা আর কোন স্বপ্নের বিসর্জন কিংবা বাহ বাহ অর্জন।
বৃষ্টির স্পর্শ থেকে নিজেকে আড়াল করতে পালাতে হবেনা অট্টালিকার পরে
বৃষ্টি আমায় স্পর্শ করবে কাদা মাখা করবে ছোট্ট সারে তিন হাত মাঠির ঘরে।

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

আমারে চুর বানায়া দিয়াছে চৌদ্দ শিখে বড়ি


বেকুব আমি বেকুব আমার মন
বেকুরির মাঝেই আমার জীবন
কিসের চিন্তা ভাবনা যত্বসব খেতা পুড়ি
আমি তো করিনি কভু কারো মাথা চুরি
ঐ শালা চুর দেখেননা তার কত্ব বড় বুড়ি
আমারে চুর বানায়া দিয়াছে চৌদ্দ শিখে বড়ি।

বুধবার, ১৮ মে, ২০১৬

আজ বুঝেছি আমি ঠিকি "মানুষ গড়ার কারিগর শিক্ষক" শুধুই প্রবাদ


আমি দেখেছি সমাজের সু-সন্তান শিক্ষকদের বেতনের দাবীর শান্তসৃষ্ট আন্দোলনে টিয়ার সেল রাবার বুলেট জল কামানে পুলিশী হামলা হয়।
আমি আজো দেখিনি শত বছরের ঐতিহ্য এমসি কলেজ হোস্টেল আর রাজশাহী কলেজে হোস্টেল আগুনে পুড়ানো ছাত্রলীগের বিচার হয়।
আমি দেখেছি একজন এমপি আইন হাতে তুলে নিয়ে একজন শিক্ষককে কান ধরিয়ে রাখার স্পর্ধা হয়।
আমি আজো দেখিনি সেই এমপি নিজের ভুলের অনুশোচনা আর নিজের উপর ঘৃণা লজ্জায় কান ধরে দাঁড়িয়ে রয়।
আমি দেখেছি একজন শিক্ষকের কান ধরার লাঞ্চনার অনুভূতি আর প্রতিবাদে গোটা বাংলাদেশ কি ভাবে কান ধরে দাঁড়িয়ে রয়।
আমি আজো দেখিনি এত্ত এত্ত প্রতিবাদের কোন সুফল, ফল হয়।

বুঝেছি আমি আটার কিংবা ৩৬ বৎসরের শিক্ষতা স্যারদের ব্যর্থ আজ।
সার্টিফিকেটদারী শিক্ষিত গড়েছেন ঠিকি, করতে পারেনি মানুষ গড়ার কাজ।
মানুষ যদি গড়তেন তবে হতোনা স্যারদের উপর হামলা লাঞ্চনা আর অপবাদ
আজ বুঝেছি আমি ঠিকি "মানুষ গড়ার কারিগর শিক্ষক" শুধুই প্রবাদ।

সোমবার, ১৬ মে, ২০১৬

আর্তনাদ করে, চিৎকার করে, প্রতিবাদ করে, নিশ্চুপ বোবা ভাষায়


সাজানো গোছানো সুন্দর সমাজ অতিতে পুকা-মাকর করেছিল গ্রাস
আজ পুকা-মাকররা দিনে দিনে বড় হয়েছে, বেড়েছে তাদের ক্ষমতা।
নিয়েছে রুপ হায়নায়, সমাজকে আজো করছে গ্রাস সমাজ বদলের বায়না

সমাজ বদলে গেছে অনেক, নিছক দুর্বল অসহায় মানুষের দ্বায়ে
হায়নার দল ক্ষমতার জোরে নিচ্ছে সমাজ বদল তাদের দখলে।
হায়নার ভয়ে, যায়ানা পাড়ার বেওয়ারিশ কুকুরটাও হায়নার দুয়ারে।

সোমবার, ২ মে, ২০১৬

আমার সেই সোনার গ্রাম কোথায় গেল, ফেরত চাই


পদ্মপাতার জল দীঘি, শান্ত নদীর ঢেউ
এই খানেতেই ছিল আগে, হারিয়ে গেল কই?
ঐ পাশেতে ধানের খ্যাত চাষ করতো চাষা
একটু দূরেই তাল গাছেতে বাধতো বাবুই বাসা।
ক্লান্ত পথিক শান্ত হতে বট তলাতেই নিতো একটু জিরায়ে
আমার সেই সোনার গ্রাম কেউকি দেবে আবার ফিরায়ে?

সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

একুশ শত পয়ত্রিশ দিন


তোর বুকের পাজরে যদি আগলে রাখতি আমায়
তবে আর আজ লোকে আমাকে পাগল বলতোনা।
আমাকে নিয়ে উপহাস করতোনা, করতোনা টিটকারী।

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

চৈতের পুড়া দহন এতো প্রকৃতির অভিশাপ


চৈতের তাপদাহে পুড়ছে মৃতিকা নদী নালা বন
প্রেম শুন্যতায় তৃষ্ণার্ত প্রেমিক মাতালের মন।
দহনে বিভাজন উর্বর কৃষকের মাট
জল শুকায়ে উচ্চতায় কিশোরীর স্নানের ঘাট।

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

রক্ত দেখেছ রক্ত


রক্ত দেখেছ রক্ত
এ এক কুকুরের রক্ত,
জ্যান্ত কুকুরের রক্ত।
একটি মাত্র অঙ্গের রক্ত।
হাহাহাহাহাহাহাহা
এই কুকুরটা আমাকে কামরাতে এসেছিল।
কুকুরটা আমার মাংসের স্বাদ নিতে এসেছিল।
আমি কুকুরটার যৌনাঙ্গ কেটে দিয়েছি।
রক্ত দেখেছো রক্ত
এ এক কুকুরের রক্ত,
জ্যান্ত কুকুরের রক্ত ।

শনিবার, ২৬ মার্চ, ২০১৬

হে আমার জন্মভূমি মা জবাব দে


মা তোর বুকে আর কতো রক্তের দাগ লাগলে, আর কোন রক্তের প্রয়োজন তোর পরবেনা?
মা তোর বুকে আর কতো বোন ধর্ষিতা হলে, আর কোন বোন কোন দিন ধর্ষিতা হবেনা?
জবাব দে মা, জবাব দে, হে আমার জন্মভূমি মা জবাব দে, জবাব দে?

কাদতে আসিনি, এসেছি আমার বোন তনু হত্যার বিচার নিয়ে

হে আমার জন্মভূমি মা আজ আমি কাদতে আসিনি,

এসেছি আমার বোন হত্যার বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন তনু হত্যার বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন হত্যাকারীর ফাসির দাবী নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন ধর্ষণের বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন তনুর ধর্ষণের বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন ধর্ষণকারীর ফাসির দাবী নিয়ে।

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়


ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়
এক নীড় ভেঙ্গে অন্য নীড় গড়ে নিজেকেই নিজে বলো বীর।
চক্ষু লজ্জা, আর লোকের অপবাদের ধারধারি নও তুমি
আমি নগন্য, অর্থ শূন্য আমার মুল্য কি দেবে আর তুমি?

রবিবার, ১৩ মার্চ, ২০১৬

আমগো কোন চিন্তা নাই ব্যাংকে মগো টাহা নাই


খেত খামারে কামলা খাটি
দিন আনি দিন খাই
এক দিন কাম না পাইলে পরে
না খায়া দিন কাটাই।
আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

অনুকাব্য


যদি সপনো যাচিয়া বিলায়া দেই সখি তোমারো তরে
রাখিবে কি রাখিবে কি গুপনে হিয়ারো মাজারে মোরে?
যদি তোমারো সপনে বাঁধিয়া না রাখো পলকেরও গহিনে
আমি উজার হইবো সখি, যাতনায় মরিবো সখি তোমারি বিহনে।

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

সত্যের মৃত্যু নেই তবে কি কথাটি বৃথাই


সত্যকে আমি দেখেছি প্রেমিকের মিথ্যে ভালবাসায়
সত্যকে আমি দেখেছি প্রেমিকার মিছে মায়া কান্নায়
সত্যকে আমি দেখেছি পথশিশুর কাদের বোঝায়
সত্যকে আমি দেখেছি পথে পরে থাকা উপোষ শিশুটার কান্নায়
সত্যকে আমি দেখেছি বন্দী বুকের খাচায়
সত্যকে আমি দেখেছি কেউ দিয়েছে নোনা জলে ভাসায়
সত্যকে আমি দেখেছি নিরব বোবা ভাষায়
সত্যকে আমি দেখেছি পথ হারাতে মিথ্যের চৌরাস্থায়
সত্যকে আমি দেখেছি মিথ্যেবাদীর কথায়
সত্যকে আমি দেখেছি মিথ্যের দামাচাপায়
সত্যকে আমি দেখেছি শিকল পরা পা'য়
সত্যকে আমি দেখেছি ডান্ডা বেরির আগাতে মাটি চাপায়
সত্যকে আমি দেখেছি গল্প আর কবিতায়
মানুষের মাঝে সত্য আজ মৃত প্রায়
সত্যের মৃত্যু নেই তবে কথাটি বৃথাই।