মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

তুমি অমূল্য কবিতা

কবিতা তুমি সস্তা কলমের কয়েক ফোটা কালিতে
সস্তা দামের সাদা কাগজে অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি।
তাই বলে তুমি সস্তা নও কবিতা তোমার সৃষ্টিকর্তার কাছে।
তাই বলে যে তুমি খুব দামি তোমার সৃষ্টিকর্তার কাছে, তাও নও কবিতা।
তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে এক অমূল্য সম্পদ।
তোমার সৃষ্টিকর্তা অপেশাদার পদবিহীন কবি বলে।
তোমার সৃষ্টিকর্তা যদি পেশাদার পদওয়ালা কবি হতো
তবে তোমায় কবেই বেচে দিত কোন একটা মূল্য আদায় করে।
তুমি গর্বিত কবিতা কোন এক অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি বলে।
সে সৃষ্টি বিক্রি করে আহার কিংবা বিলাসীতা করেনা বলে।
তুমি অমূল্য কবিতা কোন অপেশাদার পদবিহীন কবির সৃষ্টি বলে।