সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

আজব এক দুনিয়া বাইনাছে


এইটা মগো বাপের ভিটা 
করতে পারি মন চায় যেটা 
ইচ্ছে মতো মোয়া বানাই
জনে জনে তা-ই বিলাই।

মাটির এই পৃথিবীতে মাটির মানুষ নাইরে ভাই


মাটির এই পৃথিবীতে মাটির মানুষ নাইরে ভাই
মাটির মানুষের ভিতর পাথর খুজে পাই !!
অন্ন ভুখার কান্দনে আর গলে নারে মাটির মন
মনটা এখন মাটির নাইরে, হয়ে গেছে পাথর কখন !!

আজো সেই আগের মতোই ভালবাসি


সুরন্জনা আমার রাতের ঘুম কেরে নিয়ে তুই দিব্যি সুখেই ঘুমিয়ে আছিস জানি। তাই বলে ভাবিসনা তোর সুখে আমি হিংসে কাতর হয়ে তোর সুখের ঘুম কেরে নেবো।

তোর ভালবাসা আজ থেকে দশ বছর আগে আমাকে অমানুষ থেকে মানুষ করে তুলে ছিল সেই কৃতগ্গতা ও অনুভুতিতে আমি সারা জীবন নির্ঘুম কাটিয়ে দিতে পারবো।
কিন্তু তোর প্রতারনায় আমি আবার অমানুষ হয়ে তোর সুখের ঘুম কেরে নিতে পারবনারে। কারন আমি যে তোকে আজো সেই আগের মতোই ভালবাসি।

তবুও স্বপ্নচারিনি সুখে থাকুক


এক সময় আমার এই জীবনটা আমার কাছে অনেক মূল্যবান ছিল। ছিল দুচোখ ভরা স্বপ্ন রাশি রাশি। ছিল রাতের শুরুতেই ঘুমিয়ে যাবার তারা।
সুর্য্য উঠার সাথেই উঠে পরতাম ঘুম থেকে। ফ্রেস হয়ে নাস্তা সেরে কাধে ব্যাগ ঝুলিয়ে ঠিক সারে সাতটায় ছুটতাম অফিস। ফিরতাম সেই রাত আটটা দশটায়। আবার ফ্রেস হয়ে রাতের খাবার সেরে ঘুমিয়ে পরতাম সুর্য্য উঠার আগে ঘুম থেকে জেগে উঠার তারায়। আজকের এই শুক্রবার ছুটির দিনটাকে তখন মনে হতো স্বর্গীয় দিন।