শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

বাজানরে নিলি বসত নিলি নিলি মায়ের লাশ


মাদানে মায় কইলো খোকা আমার ভুর করে আয় ভাত নিতাছি থালে
মুখে তুলে খাইয়ে দিমু লক্ষি খোকা বলে।
কপালের ঐ কোনে নজর টিপ দিমু কেউর নজর পরেনা বলে
তোর বাপে তোরে কইছে আজ হাটে নিবো বৈকালে।
বান্দরের মতো নাইচ্ছা নাইচ্ছা নাইতে গেলাম পুসকুনিতে
আয়া দেখি মায় আমার পইরা আছে মাটিতে।

বাংলাদেশে সরকার বদলের সাথে সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বদলো


আমাদের শৈশব কৈশোরের সময় আমাদের পরিক্ষা আর ইন্টার্ভিউতে
একটা কমন প্রশ্ন ছিল- বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে ?
তখন কিন্তু আমরা একেক সরকারের আমলে একেক রকম উত্তর করতাম।
যেমন বিএনপি সরকারের আমলে আমরা উত্তর করতাম মেজর জিয়াউর রহমান
ঠিক তেমন আওয়ামীলীগ সরকার আমলে উত্তর করতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

স্বপ্ন ভাঙ্গাতেই হারালাম


তোর হারানো পথের পথিক হবো, বল সঙ্গে নিবি?
তোর ভাঙ্গা স্বপনের বপন করবো, বল স্বপ্ন দিবি?
তোর পুড়া অন্তরে প্রেমের সৃজন করবো, বল করতে দিবি?

আরে জানী তো আমি পাগল উদ্ভুক সবাই বলে
তুই আর নতুন করে বলবি কি?
ভালবাসা দিবি, বল ভালবাসা দিবি আমায়?
না দিস, ভালবাসা নিবি আমার, বল নিবি?

সোমবার, ৮ আগস্ট, ২০১৬

বাজানরে নিলি বসত নিলি নিলি মায়ের লাশ


মাদানে মায় কইলো খোকা আমার ভুর করে আয় ভাত নিতাছি থালে
মুখে তুলে খাইয়ে দিমু লক্ষি খোকা বলে।
কপালের ঐ কোনে নজর টিপ দিমু কেউর নজর পরেনা বলে
তোর বাপে তোরে কইছে আজ হাটে নিবো বৈকালে।
বান্দরের মতো নাইচ্ছা নাইচ্ছা নাইতে গেলাম পুসকুনিতে
আয়া দেখি মায় আমার পইরা আছে মাটিতে।