রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

পাগলের প্রলাপ


(১)আজকের দিনে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভাই বোনেরা হয়তো ভুলে গেছেন
অথবা জানেন না যে আজ জাতীয় শহীদ দিবস।
আজ আমাদের ভাই হারানোর দিন, আজ আমাদের শোকের দিন, আজ আমাদের কান্নার দিন।

(১)আমরা আমাদের সামর্থবান আত্বীয়দের খুব খরচ পাতি করে দাওয়াত খাওয়াই
আর মিছে প্রশংসা কুড়াই।
কিন্তু কোন ফকির (ভিক্ষুক) উপোষ পেটে আমাদের কাছে এক বেলার এক মুটো ভাত চাইলেই
কতো রকম হাদিস কোরআন জানা অজানা (মনগড়া) শুনাই।
মেকাপ করে চেহারা নয়, মানুষকে ভালবেসে, আসুন মানসিকতা বধলাই।

(৩)এক জনের কষ্ট দেখে হাজার হাজার জন কষ্ট পায় ঠিকি।
কিন্তু হাজার হাজার জন এর মাঝে এক জনও ঐ এক জনের কষ্ট নিবারণের এক বিন্ধুও চেষ্টা করেনা।
যদি করতো তবে আর এক জনের জন্য হাজার হাজার জনকে কষ্ট ভুগ করতে হতোনা।
সাহতো সবাই প্রাণ খুলে হাসতো।

(৪)কাউকে আপনার উপরে পূর্ণ স্বাধিনতা দেবেন না
এতে আপনার স্বাধীনতা বিনষ্ট হবে।

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

সত্যের মৃত্যু নেই তবে কি কথাটি বৃথাই


সত্যকে আমি দেখেছি প্রেমিকের মিথ্যে ভালবাসায়
সত্যকে আমি দেখেছি প্রেমিকার মিছে মায়া কান্নায়
সত্যকে আমি দেখেছি পথশিশুর কাদের বোঝায়
সত্যকে আমি দেখেছি পথে পরে থাকা উপোষ শিশুটার কান্নায়
সত্যকে আমি দেখেছি বন্দী বুকের খাচায়
সত্যকে আমি দেখেছি কেউ দিয়েছে নোনা জলে ভাসায়
সত্যকে আমি দেখেছি নিরব বোবা ভাষায়
সত্যকে আমি দেখেছি পথ হারাতে মিথ্যের চৌরাস্থায়
সত্যকে আমি দেখেছি মিথ্যেবাদীর কথায়
সত্যকে আমি দেখেছি মিথ্যের দামাচাপায়
সত্যকে আমি দেখেছি শিকল পরা পা'য়
সত্যকে আমি দেখেছি ডান্ডা বেরির আগাতে মাটি চাপায়
সত্যকে আমি দেখেছি গল্প আর কবিতায়
মানুষের মাঝে সত্য আজ মৃত প্রায়
সত্যের মৃত্যু নেই তবে কথাটি বৃথাই।

অণু কাব্য


পাগলি আমার গভীর ঘুমে অন্য কারো বুকে মাথা গুজে
স্বপ্নে সে আমায় দেখে, আমি আছি তার অপেক্ষায় জেগে।
অপেক্ষা যখন তিক্ত হয় অশ্রু ঝরে আমার দু-চোখে
পাগলি আমার অশ্রু মুছে দেয়, স্পর্শ করে তার স্বামীর মুখে।

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

শেষ উপহার সাদা কাফন হাতে


যে দিন জোনাকির আলো ফুরিয়ে যাবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
যে দিন চাঁদ চিরতরে জোছনা হারাবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
যে দিন রাতের পাখি ক্লান্ত হয়ে শান্ত হবে আমার জীবন থেকে, 
সে দিন সে আসবে। 
নিরবে একা একা আমার নিথর নিঃসতব্দ প্রাণহীন দেহটাকে 
এক পলক শেষ দেখা দেখে নিতে। 
অপলক তার দিকে থাকিয়ে থাকা আমার চক্ষু দুটিকে শেষ বারের মতো মুজে দিতে।
আমার এই আখি দুটি যে তাকে শেষ দেখা না দেখে,
তার শেষ স্পর্শ না নিয়ে বন্ধ হবেনা।
সত্যি বলছি সুরঞ্জনা আসবে সে দিন, 
আসবে আমার জন্য শেষ উপহার সাদা কাফন হাতে।

কবিতা তুমি কার কাব্যের নাকি আমার


তুমি আমার গদ্য কবিতা হবে, কাব্যিক  নয়
বাস্তবতার আগাতে ধংষত্বক বাস্তব জীবনে?
তুমি আমার ছন্দ কবিতা হবে, কাব্যিক নয়
বাস্তবতার আগাতে ছন্দবিহীন বাস্তব জীবনে?

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

ভালো থাকো সুরঞ্জনা

হয়তো তুমি আমার চক্ষু আড়ালে তাই, বলে ভেবনা আমার অন্তরের আড়ালে।
আমি কল্পনাতে ঠিকি তোমার স্পর্শ নেই,
তুমি হয়তো বুঝতে পারনা যে আমিও ছুয়ে দেই এই হাত দিয়ে তোমার ঐ মুখ হাতে।
তোমার ললাটের মধ্যখানে গভীর নিশিতে দেই লক্ষি চুমু।
আবেগে আপ্লুত হয়ে জরিয়ে ধরি এই ছোট্ট বুকের নড়বড়ে পাজর জোরে।
দুহাত দিয়ে আগলে ধরে রাখি তোমায় বুকের মাঝে।
ধীরে ধীরে ঘুম চলে আসে আমার এই ক্লান্ত দেহে শান্তির আহ্বানে।
ভোরের পাখির ডাকে ঘুম ভেঙ্গে যায় যখন তাকিয়ে দেখি বুক জুরে তুমি নাই
নিথরে পরে আছে বুকের উপর তোমায় ঝরিয়ে ধরা আমার এই হাত দুটি।
যে খানেই থাকো, যে ভাবেই থাকো ভালো থাকো সুরঞ্জনা।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

বোকা খোকা






আমার মা'য় কয় আমি খুব বোকা।

আপনারাই কন তো আমি কি বোকা নাকি?
আমার মা'য় তো আর জানেনা আমি যে প্রায় মায়ের পকেট মারি।
জানলে ঠিকি আর আমায় বোকা কইতো না।
বুজতো আমি কত্ত চালাক।
এক দিন মা'য় আমারে আবার বোকা কইলো।
আমি রেগে গিয়ে মাকে কইলাম, আমাকে আর বোকা কইবানা মা।
আমি মোটেও বোকা না।

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

মাতামাতি হবে পুরো পৃথিবীতে


আজ বৃষ্টি আসুক, ফের আসুক আবার
মাতবো দুজন আবার প্রেমলিলায়
লোকালয় ছেড়ে চক্ষু আড়ালে
সবুজ অরণ্যের গভিরে
পাহাড়ের পাদদেশে
একান্ত আমি আর বৃষ্টি।

শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

ফুল ধরে রেখ ঐ জ্বলজ্বল তাঁরার দিকে


আমি যদি হাড়িয়ে যাই ঐ দূর নীল আকাশে তরে,
তবে কি আমায় খুজবে তোমরা নীল ধ্রুব তারার ভিড়ে?
জানী খুজবে না, হাজার ভুলার মাঝে আমি একটি ভুল হবো।
খুব স্বাভাবিক ভাবেই ভুলে যাবে তোমরা আমায়।

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

আজ ফেইসবুকের ১২ বৎসর পূর্ণ হলো


আজ ফেইসবুকের ১২ বৎসর পূর্ণ হলো।
তাই আজকের দিনকে ফেইসবুক কতৃপক্ষ বন্ধু দিবস হিসেবে ঘোষণা দিয়েছে।
সেই উপলক্ষে ফেইসবুক আমায় এবং আমার খুব নিকটের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছে সবার সাথে।
ধন্যবাদ ফেইসবুক পরিবার। অনেক অনেক শুভ কামনা ফেইসবুক পরিবারের জন্য।

যেহেতু ফেইসবুক এই ভিডিওটি ডাউন করার কোন অপশন দেয়নি তাই লিংকটা শেয়ার করলাম।
ভিডিও লিংক

মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

ধংষাত্বক পৃথিবী


স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ খুজি
আমি অন্ধ তাই পাইনা খুজে
বুঝেছি এখন আগে সারাতে হবে আমার অন্ধত্বের জীবন।

সবার আগে আমার মানুষ হওয়ার চাই


ললাটে মোর বিধির লিখন তুমিবিহীন একলা জীবন
দোষ কি আর হয় তোমার, এ যে নিয়তির নিহিত জীবন।
অমানুষ যখন ছিলাম আমি, মানুষ করতে এলে তুমি
আমি ঠিকি মানুষ হলাম, আর তুমি হাহাহা এ যে বিদাতার লিখন ।
দোষ কি আর হয় তোমার, এ যে নিয়তির নিহিত জীবন।