বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

আর আমার মতো সামর্থহীন বই প্রেমিদের হাতে নতুন বই তুলে দিতাম


বই পড়তে আমার খুব খুব ভাল লাগে।
কিন্তু নতুন বই কেনার সামর্থ আমার নেই বললেই চলে।
আমার ঘরে অনেক গুলি বই আছে কিন্তু অনেক পুরাতন।
ঘুরে ফিরে সেই পুরাতন বই-ই একের অধিক বার পড়তে হয় আমাকে।
তবে আগে মাঝে মাঝে কিছু টাকা পেলে পুরাতন বইর দোকান থেকে
অল্প দামে অনেক গুলি বই কিনে আনতাম,।
আর এতেই আমি অনেক সুখ অনুভব হতো।

রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

ফিরে যাও তুমি তোমার স্বাধীন চিন্তা চেতনায়


আমার সুখের ক্ষনি খুরে সুখ গুলি যখন খুরে তলানি সহ নিয়ে গেলে
তখন কোথায় ছিল তোমার সহানুভূতি, কোথায় ছিল মানবতা, বিবেক আর ভালবাসা।
তবে আজ কেন এসেছো মিছে করুণাময়ী হয়ে।
আমি তো তোমার করুনা ভিক্ষা চাইনি।
হয়তো প্রেমিক মাতাল প্রেমের কাঙ্গাল, সুখের কাঙ্গাল তাই বলে তো তোমার কাছে প্রেম করুনা সুখ ভিক্ষা চাইনি।

বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

আমি এক প্রেমিক মাতাল


আমি বৃষ্টিকে ভালবাসি, অনেক ভালবাসি
তাই সে এসেছে আজ এই পৌষের রাতে
আমার ভালবাসার পরীক্ষা নিতে।
আমি পারিনি আজ বৃষ্টিতে গাঁ বেজাতে
পারিনি আমার ভালবাসার পরীক্ষা দিতে।
আমি এক অকৃতকার্য প্রেমিক
আমি এক ব্যর্থ প্রেমিক
আমি এক প্রেমিক মাতাল।

আপনি কি জানেন মনের ওপর রংয়ের প্রভাব পরে ?


আপনি কি জানেন মনের ওপর রংয়ের প্রভাব পরে ?
আপনি কি জানেন রং এর পরিবর্তনের সাথে সাথে আপনার মনের পরিবর্তন গঠে বা গঠতে পারে।
আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে যে জিনিসটি, সেটা হল রং। কল্পনা করে দেখুন তো, একদিন সকালে উঠে দেখলেন আপনার জীবনে কোনো রং নেই কিংবা পৃথিবীর সবকিছু সাদা আর কালো! তখন কেমন লাগবে আপনার? বলাই বাহুল্য যে, ভীষণ বিমর্ষ হয়ে পড়বেন আপনি। সত্যি বলতে কি, রং আছে বলেই পৃথিবী এত সুন্দর। রং আছে বলেই জীবনটা এত সুন্দর।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

বড্ড বোকা


আমি না হয় অন্ধ ছিলাম তোমার মনের দৃষ্টিতে
বিশ্বাস আমার অঠুট ছিল পাওনি তুমি তা দেখতে
অন্ধ আমি ছিলাম ঠিকি তোমার প্রতি বিশ্বাসে
তোমার মনটা অন্ধ বলেই বুঝতে পারনি এই আমাকে।

শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

কুড়িয়ে পাওয়া লজ্জা আমাদের

সাধারন তো আমি কখনো-ই ভিডিও পোষ্ট করিনা এবং কি করতে পছন্দও করিনা।
কিন্তু এই ভিডিওটা পোষ্ট না করে পারলাম না।
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
দেখুন কি ভাবে গড়ে উঠছে আমাদের আগামী প্রজন্ম।
শুধু কি তাই, প্রবীণ শিক্ষক ও আজ মেধা শূন্য।
এই মেধা শূন্য শিক্ষকরা কি ভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে মেধাবি প্রজন্ম হিএসেবে গড়ে তুলবেন।

সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

ভুমিকম্পন আমি এবং আমরা

আমরা যখন বিপদ মুক্ত মনে করলাম ঠিক তখনি নজর দিলাম আমাদের প্রতিবেশিদের দরজার দিকে।
দেখি সব গুলি দরজা বন্ধ। এখনো কেউই ঘর থেকে বের হয়নি।
আমি পাশের ঘরের প্রতিবেশিদেরকে ডাকার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই মানসিক
 ও শারীরিক ভাবে পুরোপুরি অচেতন হয়ে পরলাম।
অল্প কিছুক্ষণের মাঝেই আমাদের প্রায় সব প্রতিবেশিরা ঘরের বাহিরে চলে এলেন।

রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

শকুন কুড়েকুড়ে করছে গ্রাস স্বাধীনতার স্বাদ


শকুন কুড়েকুড়ে করছে গ্রাস স্বাধীনতার স্বাদ
দানবের হিংস্র থাবায় টুকরো টুকরো সুখগুলি হয়েছে বিস্বাদ
আজ অন্যায়ের প্রতিবাদী হয় ক্ষনিকেই লাশ
তাই বাকরুদ্র, প্রশাসন অন্ধ, চারিদিকে আতংক আর ত্রাস।
হায়নার থাবাকে হার মানায় রাষ্টের নীতিবাজ
নোংরা রাজনীতির বিষের কাছে হার মানে কাল সাপ
উঠ পাখির মতো মাথা গুজে আজ প্রতিবাদির দল
কেউ আবার প্রতিবাদি নয়, করেছে প্রতিবাদের ছল।

যদি একটি পথশিশুর


যদি একটি পথশিশুর আর্থনাদে, ঝর ঝর ঝরে পরতো সংসদ ভবন
যদি আরো একটি পথশিশুর আর্থনাদে, ঝর ঝর ঝরে পরতো বঙ্গ ভবন
তবে আর একটি পথশিশুকে কাদতে দেওয়া হতোনা বাচাতে বঙ্গ ভবন।

তবুও আমি গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক


আমি গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক বলছি।
আমরা গরিব নই, আমাদেরকে গরিব করে রাখা হয়েছে।
আমাদেরকে গরিব করে রেখেছে প্রতিটি সরকার,
তাদের ফায়দা হাছিলের জন্য।
আমরা চিরটা কাল গরিব থেকে গেলাম
আর উনারা (সরকার) হয়ে গেলেন বিরাট বিরাট পয়সা ওয়ালা।
তবুও আমি গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক।

খুব পথ হারাতে ইচ্ছে করে



খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন কোলাহল, নেই কোন লোকালয়।
রয়েছে সবুজের আবরনে ঢাকা, হাজার রঙের পাখির গান
আর শান্ত নদীর শান্ত ঢেউয়ের শান্ত কলতান।