রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

সৃজনে রক্ত চাও মাগো আমার


হে মাতৃভূমি মা পায়নি তোমার সন্তানরা
লাল রক্ত আর ত্বিক নোনা জলের দাম।
যারা দাম দেবে, তারা আজ অভিনেতা, মা সুনিপুণ অভিনেতা
ক্ষমতার বড়াই, আর ক্ষমতার লড়াই, আর দেশ প্রেমের অভিনয়ে ব্যস্ত ওরা।
দেখেনা মা তারা তোমার সন্তানদের খিদার জ্বালার আর্তনাদ
দেখেনা তারা বস্ত্রহীন পৌষের রাতের থরথর কাপন
দেখেনা তারা ফুটপাতে লুটোপুটো হয়ে ঘুমিয়ে থাকা তোমার শিশু সন্তানের কষ্টার্থ জীবন।
ওরা পাষাণ মা পাষাণ, অতিতের হিংস্রদের সমমান
সুযোগ পেলেই ছুরি চালাবে মা তোমার পেট, বুক কিংবা পিঠে
তবুও নিজেদেরকে দাবী করে মা তোমার শ্রেষ্ট সন্তান, ওরা অভিনেতা মা সুনিপুণ অভিনেতা

কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন


উত্তরে ঢোল তবলা আর বাঁশীর সুরে লালন ও হাসন
দক্ষিনেতে ভক্তগনের রাধাকৃষ্ণের গুণ কীর্তন
পশ্চিমেতে জিকির মাহফিল আর তবারকের আয়োজন
প্রেমিক মাতাল বুঝিতে পায়না কোন দিকে তার মন
পুবেতে ধোয়া ধোয়া কুয়াশা মাখা নিরব অচেতন
কোন দিকে যাবিরে তুই ও আমার প্রেমিক মাতাল মন?

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

এর চেয়ে বড় চাওয়া কি আর থাকতে পারে একজন মানুষের জীবনে?

আমি আমার বাচ্চাদের প্রায় সময় মুক্তিযুদ্ধে আমাদের  বিরত্ব গাথার গল্প শুনাই। শুনাই আমাদের বিসর্জনের গল্প। শুনাই দেশের গান। তাদেরকে নিয়ে আমি আমার উঠানে ভাষা দিবস, স্বাধিনতা, বিজয় দিবস উদযাপন করি। না এরা কেউ আমার সন্তান নয়। আমিও এদের আপন কেউ নই। আমি এখনো অবিবাহিত। এরা আমার পাড়া প্রতিবেশির সন্তান। এদের মধ্যে কেউ আমাকে চাচ্চু চাচা কাকা আংকেল বলে ডাকেনা। এরা আমাকে বাবা পাপ্পা বলে ডাকে। অল্প কয়েক জন মামা বলে ডাকে।কারন এরা আমার পাড়াতো বোনদের সন্তান।  যদিও এই মামা ডাকা বাচ্চাগুলি মাঝে মাঝে পাপ্পা ডাকা বাচ্চাদের সাথে ঝগড়া লাগিয়ে দেয় আমার পাপ্পা, আমার পাপ্পা বলে। একটু বড় বাচ্চারা হেসে উঠে। হেসে উঠে মামা ডাকা বাচ্চাগুলির মা বাবা সহ আমার মা বোন। ।

আসুন, বাংলাদেশের সবগুলো জেলখানা বন্ধ করে দেই

সিনেমা শুধু মাত্র বিনোদন নয়। একটি সিনেমা কথা বলে দেশ জাতি মাটি ও মানুষের। জাগ্রত করে বিবেক আবেগ দেশ প্রেম মহত্ববোধ মনুষত্ব। প্রতিহত করে সমাজের অনাচার, অত্যাচার, সন্ত্রাস, শুকুন শেয়াল এবং দেশ ও সমাজের ক্ষমতাধর বিষাক্ত সাপদের। আমি ঠিক এমনি একটি সিনেমার কথা বলছি। যার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালক শহীদুল ইসলাম খোকন। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মাহফুজ আহমেদ। রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শিমলা। খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত নাট্য পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। নিশ্চয়ই অনেকেই এই মুহূর্তে বুঝে গেছেন আমি কোন সিনেমার কথা বলছি। জি আমি বাংলা লাল সবুজ সিনামার কথাই বলছি। আসুন, দেখি জাগ্রত হই। জাগ্রত করি বিবেক, আবেগ, দেশ প্রেম, মহত্ববোধ, মনুষত্বকে। এবং ঐক্যবদ্ধ হই। প্রতিহত করি সমাজের অনাচার, অত্যাচার, সন্ত্রাস, শুকুন শেয়াল এবং দেশে ও সমাজের ক্ষমতাধর বিষাক্ত সাপদের।

“শিক্ষা খরচ নিয়ন্ত্রণে আনা এবং নিয়ন্ত্রণে রাখা” সময়ের সবচেয়ে বড় দাবি


শিক্ষার হার যে হারে বাড়ছে, তার চেয়ে দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ফাউন্ড । হয়তো সরকারী শিক্ষা প্রতিষ্টানে বাচ্চাদের পড়াশুনার খরচ খুব সীমিত । শুধু যে খরচ সীমিত তা কিন্তু নয় । খরচ যেমন সীমিত তেমনি আসন সংখ্যা ও তুলনা মূলক ভাবে খুব সীমিত । যার কারনে ভর্তির সময় আসলে সরকারী শিক্ষা প্রতিষ্টান গুলিতে লেগে যায় ভর্তি যুদ্ধ । আর এই ভর্তি যুদ্ধে অল্প কিছু মেধাবী ছাত্রছাত্রী সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কম খরছে ভালো মানের পড়াশুনার সুযোগ পায় । কিন্তু অধিকাংশ ভর্তি যুদ্ধা মেধাবী, অল্প মেধাবী ও মেধাহীন ছাত্রছাত্রীরা সরকারী শিক্ষা প্রতিষ্টানে অল্প খরচে ভাল মানের শিক্ষার সুযোগ না পেয়ে ভর্তি হতে হয় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারী (বাণিজ্যিক) শিক্ষা প্রতিষ্ঠানে । আর এখান থেকেই শুরু হয় ছাত্রছাত্রী ও অভিভাবকের ভুগান্তি যাত্রা ।

দেশে এখন একজনও অভাবী / গরিব নেই

কোন একজন মন্ত্রীর কথার সুত্র ধরে আমার এক বড় ভাই বলেছেন- দেশে এখন একজনও   অভাবী / গরিব নেই।
আমি উত্তরে বললাম- আপনি নিশ্চই কুরবানির মাংস বিতরন, যাকাতের নিন্ম মানের কাপড় বিতরন, শীতের পোশাক বিতরন, বঙ্গবন্ধুর জিয়ার জন্ম  মৃত্যু বার্ষিকী সহ অনেকের মৃত্যু জন্ম বার্ষিকীর উপলক্ষে কাঙ্গালি ভোজ বা খাবার বিতরন সহ ইত্যাদি ধরনের বিতরণী ও ভোজ অনুষ্টান দেখেছেন?


আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নেই, প্রকৃত সুখ মনের সুখ

সকলের দৃষ্টি আকর্ষণ করছি- শীত এসে গেছে
আসুন প্রতি শীতের মতো এবার শীতেও গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের পাশে দাড়াই।
গরিব, অসহায়, বস্ত্রহীন,পথশিশুদের শীত নিবারণে সঙ্গী হই।
জাগিয়ে তুলি বিবেক ও মানবতাকে।

একটা কমন প্রশ্ন ছিল- বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে?


আমাদের শৈশব-কৈশোরের সময় আমাদের পরীক্ষা আর ইন্টারভিউতে একটা কমন প্রশ্ন ছিল-বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? তখন কিন্তু আমরা একেক সরকারের আমলে একেক রকম উত্তর করতাম।
যেমন বিএনপি সরকারের আমলে আমরা উত্তর করতাম মেজর জিয়াউর রহমান ঠিক তেমন আওয়ামী লীগ সরকার আমলে উত্তর করতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

আজব এক দুনিয়া বাইনাছে


এইটা মগো বাপের ভিটা 
করতে পারি মন চায় যেটা 
ইচ্ছে মতো মোয়া বানাই
জনে জনে তা-ই বিলাই।

মাটির এই পৃথিবীতে মাটির মানুষ নাইরে ভাই


মাটির এই পৃথিবীতে মাটির মানুষ নাইরে ভাই
মাটির মানুষের ভিতর পাথর খুজে পাই !!
অন্ন ভুখার কান্দনে আর গলে নারে মাটির মন
মনটা এখন মাটির নাইরে, হয়ে গেছে পাথর কখন !!

আজো সেই আগের মতোই ভালবাসি


সুরন্জনা আমার রাতের ঘুম কেরে নিয়ে তুই দিব্যি সুখেই ঘুমিয়ে আছিস জানি। তাই বলে ভাবিসনা তোর সুখে আমি হিংসে কাতর হয়ে তোর সুখের ঘুম কেরে নেবো।

তোর ভালবাসা আজ থেকে দশ বছর আগে আমাকে অমানুষ থেকে মানুষ করে তুলে ছিল সেই কৃতগ্গতা ও অনুভুতিতে আমি সারা জীবন নির্ঘুম কাটিয়ে দিতে পারবো।
কিন্তু তোর প্রতারনায় আমি আবার অমানুষ হয়ে তোর সুখের ঘুম কেরে নিতে পারবনারে। কারন আমি যে তোকে আজো সেই আগের মতোই ভালবাসি।

তবুও স্বপ্নচারিনি সুখে থাকুক


এক সময় আমার এই জীবনটা আমার কাছে অনেক মূল্যবান ছিল। ছিল দুচোখ ভরা স্বপ্ন রাশি রাশি। ছিল রাতের শুরুতেই ঘুমিয়ে যাবার তারা।
সুর্য্য উঠার সাথেই উঠে পরতাম ঘুম থেকে। ফ্রেস হয়ে নাস্তা সেরে কাধে ব্যাগ ঝুলিয়ে ঠিক সারে সাতটায় ছুটতাম অফিস। ফিরতাম সেই রাত আটটা দশটায়। আবার ফ্রেস হয়ে রাতের খাবার সেরে ঘুমিয়ে পরতাম সুর্য্য উঠার আগে ঘুম থেকে জেগে উঠার তারায়। আজকের এই শুক্রবার ছুটির দিনটাকে তখন মনে হতো স্বর্গীয় দিন।

সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

আসবি কি তখন দেখতে আমায়



আমি না হয় অশ্রু ছিলাম তোর দুচোখের পাতা জুরে
তুই তো আমার স্বপ্ন ছিলি তবু, কেন গেলি সরে?
আজও তোরে খুজে বেড়াই শহর গ্রাম বন বাদারে
তুই কি আমায় দেখতে পাস, তোর চোখের পাতা বন্ধ করে?

শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

বাজানরে নিলি বসত নিলি নিলি মায়ের লাশ


মাদানে মায় কইলো খোকা আমার ভুর করে আয় ভাত নিতাছি থালে
মুখে তুলে খাইয়ে দিমু লক্ষি খোকা বলে।
কপালের ঐ কোনে নজর টিপ দিমু কেউর নজর পরেনা বলে
তোর বাপে তোরে কইছে আজ হাটে নিবো বৈকালে।
বান্দরের মতো নাইচ্ছা নাইচ্ছা নাইতে গেলাম পুসকুনিতে
আয়া দেখি মায় আমার পইরা আছে মাটিতে।

বাংলাদেশে সরকার বদলের সাথে সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বদলো


আমাদের শৈশব কৈশোরের সময় আমাদের পরিক্ষা আর ইন্টার্ভিউতে
একটা কমন প্রশ্ন ছিল- বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে ?
তখন কিন্তু আমরা একেক সরকারের আমলে একেক রকম উত্তর করতাম।
যেমন বিএনপি সরকারের আমলে আমরা উত্তর করতাম মেজর জিয়াউর রহমান
ঠিক তেমন আওয়ামীলীগ সরকার আমলে উত্তর করতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

স্বপ্ন ভাঙ্গাতেই হারালাম


তোর হারানো পথের পথিক হবো, বল সঙ্গে নিবি?
তোর ভাঙ্গা স্বপনের বপন করবো, বল স্বপ্ন দিবি?
তোর পুড়া অন্তরে প্রেমের সৃজন করবো, বল করতে দিবি?

আরে জানী তো আমি পাগল উদ্ভুক সবাই বলে
তুই আর নতুন করে বলবি কি?
ভালবাসা দিবি, বল ভালবাসা দিবি আমায়?
না দিস, ভালবাসা নিবি আমার, বল নিবি?

সোমবার, ৮ আগস্ট, ২০১৬

বাজানরে নিলি বসত নিলি নিলি মায়ের লাশ


মাদানে মায় কইলো খোকা আমার ভুর করে আয় ভাত নিতাছি থালে
মুখে তুলে খাইয়ে দিমু লক্ষি খোকা বলে।
কপালের ঐ কোনে নজর টিপ দিমু কেউর নজর পরেনা বলে
তোর বাপে তোরে কইছে আজ হাটে নিবো বৈকালে।
বান্দরের মতো নাইচ্ছা নাইচ্ছা নাইতে গেলাম পুসকুনিতে
আয়া দেখি মায় আমার পইরা আছে মাটিতে।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

নিয়ে নাও তোমারদের আধুনিকতা, ফেরত দাও আমাদের সুখ শান্তি স্বাধীনতা


আজ থেকে ২০,২৫ বছর আগে আমরা আধুনিক ছিলামনা।
কিন্তু ছিল আমাদের মাঝে সুখ শান্তি স্বাধীনতা বিরাজমান।
কিন্তু যবে থেকে তোমরা আমাদের আধুনিক হতে শেখালে সেদিন থেকেই আমাদের সুখ শান্তি স্বাধীনতা ধীরে ধীরে কৌশলে কেড়ে নিলে।
আজ আমরা আধুনিকতার দ্বারপ্রান্তে, তাই আমরা সুখ শান্তি স্বাধীনতার শেষ প্রান্তে।
আর কয়দিন পরেই হয়তো আমাদেরকে তোমরা ভুলিয়ে দেবে সুখ শান্তি স্বাধীনতা নামক শব্দ গুলি। তখন আমাদের কি হবে ভাবতেই বুকের বাম পাশের ব্যথাটা উকি দেয়। খুব কষ্ট হয় যাতনা হয়। হয়তো তোমরা তা বোধ করনা।

বুধবার, ২০ জুলাই, ২০১৬

বৃষ্টি আমায় স্পর্শ করবে


দিন দিন আমার পৃথিবীটা ছোট হয়ে আসছে।
হচ্ছে কোলাহল মুক্ত, আর কমে আসছে লোকালয়।
কমে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন।

আর কিছুদিন পরেই নিঃসঙ্গতা আমাকে আকড়ে ধরবে
কুড়ে কুড়ে ছোট করে দেবে আমায় আয়ু রেখা।
আমি হবো মৃত্যু পথযাত্রী সেজন।

তারপর আর হবেনা নতুন কথামালার সৃজন
হবেনা আর কোন স্বপ্নের বিসর্জন কিংবা বাহ বাহ অর্জন।
বৃষ্টির স্পর্শ থেকে নিজেকে আড়াল করতে পালাতে হবেনা অট্টালিকার পরে
বৃষ্টি আমায় স্পর্শ করবে কাদা মাখা করবে ছোট্ট সারে তিন হাত মাঠির ঘরে।

রবিবার, ১৭ জুলাই, ২০১৬

যেই তরুণ প্রজন্মের হাতে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ


কোন ধর্মপরায়ন, ন্যায়পরায়ন, বিবেকবান, দেশ প্রেমিক, সুশিক্ষিত ব্যক্তি জঙ্গি হতে পারেনা।
যারা জঙ্গি তারা নিশ্চই ধর্মপরায়ন, ন্যায়পরায়ন, বিবেকবান, দেশ প্রেমিক, সুশিক্ষিত ব্যক্তি নয়।

যেই তরুণ প্রজন্মের হাতে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ,
সেই তরুণ প্রজন্মের গোটা কয়েকজন আজ জঙ্গিবাদে জড়িয়ে পরেছে।
সত্যি এটা খুব বেদ্যনাবিদুর ও যন্ত্রনাদায়ক।

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

"ঘুরে এলেম তিলোত্তমা হাতিয়া" ঈদ ভ্রমন কাহিনী


প্রায় প্রতি ঈদের রাতেই বাসা পালিয়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাই বাংলার প্রকৃতি ইতিহাস সংস্কৃতির কাছে মায়ার টানে। ঘুরে বেড়ানো আমার সব চেয়ে প্রিয় ভাললাগা। ছয় বছর আগেও হারিয়ে যাওয়া সুখ পাখি সুরঞ্জনাকে নিয়ে ঘুরে বেড়াতাম ঢাকা ও তার আশে পাশের প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতির খোজে। এখনো বদলায়নি আমার সেই ভাললাগাটা। যদিও বদলে গেছে জীবনের পথ রেখা। সুযোগ পেলেই মায়ের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাই  বাংলার প্রকৃতি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির কাছে মায়ার টানে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। বাসা থেকে বিকেলে বের হয়ে গেলাম মা’কে রথ মেলায় যাচ্ছি বলে। যদিও রথ মেলায় সত্যি যাচ্ছি। কিন্তু রথ মেলার পরে কোথায় যাবো তা তো আর মাকে বলে আসিনি। আর বলব বা কি করে আমি নিজেই তো জানিনা কোথায় যাবো আজ রাতে। তবে পালাবো যে সেটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম।

রবিবার, ৩ জুলাই, ২০১৬

এ কেমন স্বাধীনতারে ভাই


এ কেমন স্বাধীনতারে ভাই ধরলেই কয় হারামজাদা
ভুগ করলেই দেয় আবার চৌদ্দ সিকের জেলের সাঁজা।
আমি অদম বোকা সোকা, আগুন লাগায় আমার লেখা
মা বলেছে বাল্য কালে করতাম আমি কলম চুরি
তাই মনে হয় আগুন মাখা আমার লেখা কথা গুলি।
চলবে------------

শনিবার, ২৫ জুন, ২০১৬

মাননীয় শিক্ষামন্ত্রী, জানি তখন আপনার একটুও লজ্জাবোধ হবেনা


মাননীয় শিক্ষামন্ত্রী আপনি এসে দেখে যান আপনার সোনার ছেলে মেয়েরা
সায়েন্সে এ-প্লাস পেয়েও কোন ভাল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেনা।  অবশেষে বাধ্য হয়ে জবাই হচ্ছে কসাইদের হাতে অর্থার শিক্ষাকে বাণিজ্য রুপ দেওয়া প্রাইভেট কলেজ গুলিতে। আর যারা গরিব তাদের আর হয়তো টাকার অভাবে কসাইদের হাতে জবাই অর্থার শিক্ষাকে বাণিজ্য রুপ দেওয়া প্রাইভেট কলেজ গুলিতে এ বছর আর সায়েন্স নিয়ে ভর্তি হওয়া হবেনা টাকার অভাবে। আগামী বছর হয়তো তারা তাদের প্রিয় বিষয় সায়েন্স ত্যাগ করে অন্য কোন বিষয় নিয়ে আবার আবেদন করবে। আর না হয় বাবা মা (মেয়ে)  বিয়ে দিয়ে দেবে অথবা (ছেলে) কোন মেকানিক ওয়ার্কশপে। ইতি হবে আপনার সোনার ছেলে মেয়ের শিক্ষা জীবন।

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

আমারে চুর বানায়া দিয়াছে চৌদ্দ শিখে বড়ি


বেকুব আমি বেকুব আমার মন
বেকুরির মাঝেই আমার জীবন
কিসের চিন্তা ভাবনা যত্বসব খেতা পুড়ি
আমি তো করিনি কভু কারো মাথা চুরি
ঐ শালা চুর দেখেননা তার কত্ব বড় বুড়ি
আমারে চুর বানায়া দিয়াছে চৌদ্দ শিখে বড়ি।

রবিবার, ১৯ জুন, ২০১৬

আমার বাবা নেই তাই আমার বাবা দিবসও নেই


আমার বাবা নেই তাই আমার বাবা দিবসও নেই।
আমি জানীনা আমার বাবাকে কি বলে ডাকতাম।
আব্বা আব্বু বাবা পাপ্পা নাকী অন্য কিছু কিচ্ছু জানীনা।
অথবা ডাকতে শিখেছিলাম কিনা তাও জানী।
আমি শুধু জানী রাতে আমার বাবা আমার জন্য নতুন এক জোরা জুতা কিনে নিয়ে এসেছেন।
আমি সেটা নিয়েই সকাল বেলা ঘরের বারান্দায় খেলছিলাম। অনেকে মিলে আমার বাবাকে বাসার উঠানে গোসল করাচ্ছিলেন। মা ঘরের ভিতরে কাদছিলেন। তারপর পাড়াপড়শি মিলে চার পায়ের একটা দোলনা এনে বাবাকে দোলনায় চড়িয়ে কোথায় নিয়ে গেলেন।
তারপর আর তারা আমার বাবাকে ফেরত আনেননি। বাবা নিজেও আর ফেরত আসেননি।
বড় হয়ে আমি বুঝতে পারলাম উনারা সেদিন আমার বাবাকে কোথায় নিয়ে গিয়েছিলেন?
কেন উনারা বাবাকে ফেরত আনেননি কেনই বা আর ফেরত আসেননি?
বাবাকে নিয়ে আমার আর কোন গল্প নেই। বাবার শেষ দিনটাই আমার কাছে বাবার জীবনের প্রথম এবং শেষ গল্প।
সবাই আমার সেই বাবাটার জন্য দো"আ করবেন যেই বাবাটাকে আমি কি বলে ডাকতাম জানীনা। বাবাটা যেন ভাল থাকে অনেক অনেক ভাল থাকে সেই দোয়াই সবাই করবেন প্রাণ খুলে। সব বাবাদের জন্য ভালবাসা রইলো রইলো সালাম ও সম্মান।

শনিবার, ১৮ জুন, ২০১৬

সবার দৃষ্টি আকর্ষণ করছি- মানবতায় এগিয়ে যাক বাংলাদেশ


আসছে আনন্দের ঈদ। সবাই নতুন ঈদের জামা কিনবে। কেউ এক সেট, কেউ দুই সেট, কেউ বা তারও অধিক। ঈদের দিন আনন্দের সাথে ঈদের সকালে সবাই নতুন জামা পড়বে।

এর মধ্যে কিছু মানুষ ঈদের নতুন জামা পড়ার আনন্দ পাবেনা। তারা কারা নিশ্চয়ই আমাদের অজানা নয়। তবুও আমি বলছি তারা কারা। তারা হচ্ছে পথশিশু, গরিব অসহায় শিশু, এতিম শিশু। যারা পথের ধারে ধারে ঘুরে ডাস্টবিনের মোড়ে খাবার এর সন্ধান করে আমি তাদের কথাই বলছি। যাদের দেখতে আমাদের হৃদয় কেদে উঠে আর্থনাদ হয় হৃদয়ের মনি কোঠায় আমি তাদের কথা বলছি।  যাদের করুণা চাহনি দেখে আপন চোখে বেসে উঠে আমাদের ছেলে মেয়ে ছোট ছোট ভাই বোনের কথা আমি তাদের কথা বলছি। আমি তাদের কথা বলছি যাদের করুন দশা দেখে আমাদের সন্তান বা ছোট ছোট ভাই বোনের এই সুন্দর জীবনের জন্য সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করি। জানী এই মুহূর্তে এই লেখা টুকু পড়ে আমার মতো আপনাদের চোখের নিচেও জল ছল ছল করছে। জি এখন সবার চক্ষু আড়ালে মুছে নিয়েছেন আমি জানী।

বুধবার, ১ জুন, ২০১৬

অশ্লীলতার সমতুল্য খারাপ কাজ মুখস্ত বিদ্যা


মুখুস্ত বিদ্যা আমাদের চিন্তা শক্তিকে অকেজ করে দেয়। মুখস্ত বিদ্যা আমাদের ভাবতে শেখাকে ভুলিয়ে দেয়। মুখস্ত বিদ্যা এতোটাই ভয়ানক যে এক সময় আমাদের চিন্তা শক্তি ও ভাবনা শক্তিকে গলা চেপে মেরে ফেলে।  আমরা হয়ে যাই তখন গতানুগতিক গতির যান। ঠিক এরকম ঢাকা টু সিলেট / সিলেট টু ঢাকা অথবা ঢাকা টু চট্টগ্রাম / চট্টগ্রাম টু ঢাকা।
এবার বুঝোন মুখস্ত বিদ্যা কতোটা খারাপ।

আমাদের একজন শিক্ষক, জনপ্রিয় লেখক, শিক্ষাবিদ মুখস্ত বিদ্যাকে অশ্লীলতার সাথে তুলনা করেছিলেন। কেন করছিলেন নিশ্চয়ই আমাদের বুঝতে সমস্যা হবার কথা নয়।
উনি বুঝাতে চেয়েছেন অশ্লীলতা যতোটা খারাপ মুখস্ত বিদ্যা ঠিক ততোটাই খারাপ।

সোমবার, ৩০ মে, ২০১৬

তুমি আমার মা-মনি হবে


রিপা আজ ফোন করে বললেন একটু আসতে পারবেন?
আমি বললাম কোথায়?
রিপা বললেন নদীর পারে।
আমি বললাম আসাটা কি খুব জরুরী?
রিপা বললেন অনেকটা জরুরী বটে।
আসলে সত্যি অনেক খুসি হবো।
আমি বললাম ওকে আসছি ১০ মিনিট অপেক্ষা করুন।

বুধবার, ১৮ মে, ২০১৬

আজ বুঝেছি আমি ঠিকি "মানুষ গড়ার কারিগর শিক্ষক" শুধুই প্রবাদ


আমি দেখেছি সমাজের সু-সন্তান শিক্ষকদের বেতনের দাবীর শান্তসৃষ্ট আন্দোলনে টিয়ার সেল রাবার বুলেট জল কামানে পুলিশী হামলা হয়।
আমি আজো দেখিনি শত বছরের ঐতিহ্য এমসি কলেজ হোস্টেল আর রাজশাহী কলেজে হোস্টেল আগুনে পুড়ানো ছাত্রলীগের বিচার হয়।
আমি দেখেছি একজন এমপি আইন হাতে তুলে নিয়ে একজন শিক্ষককে কান ধরিয়ে রাখার স্পর্ধা হয়।
আমি আজো দেখিনি সেই এমপি নিজের ভুলের অনুশোচনা আর নিজের উপর ঘৃণা লজ্জায় কান ধরে দাঁড়িয়ে রয়।
আমি দেখেছি একজন শিক্ষকের কান ধরার লাঞ্চনার অনুভূতি আর প্রতিবাদে গোটা বাংলাদেশ কি ভাবে কান ধরে দাঁড়িয়ে রয়।
আমি আজো দেখিনি এত্ত এত্ত প্রতিবাদের কোন সুফল, ফল হয়।

বুঝেছি আমি আটার কিংবা ৩৬ বৎসরের শিক্ষতা স্যারদের ব্যর্থ আজ।
সার্টিফিকেটদারী শিক্ষিত গড়েছেন ঠিকি, করতে পারেনি মানুষ গড়ার কাজ।
মানুষ যদি গড়তেন তবে হতোনা স্যারদের উপর হামলা লাঞ্চনা আর অপবাদ
আজ বুঝেছি আমি ঠিকি "মানুষ গড়ার কারিগর শিক্ষক" শুধুই প্রবাদ।

তনুর ডিএনএ পরীক্ষায় কয়েকজন পুরুষের বীর্যের উপস্থিতি


তনু হত্যাকাণ্ডের পর পুলিশ ধর্ষণের সন্দেহের কথা জানিয়েছিল। কিন্তু ১৫ দিন পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তের প্রতিবেদনে তনুকে ধর্ষণের কোন আলামত তারা পাননি জানিয়েছিলেন।

এরপর আদালতের আদেশে কবর থেকে লাশ তুলে তনুর দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। সেই পরীক্ষার প্রতিবেদন এখনও জানানো হয়নি।

সোমবার, ১৬ মে, ২০১৬

সেবায়েত পেলেন দেবোত্তর ৪৪৪ একর ভূমি, আর আমরা পেলাম বিখ্যাত দানবীর রুপি দানব এর পরিচয়


জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগান দখল করে রেখেছিলেন বিখ্যাত দাতা ও শিল্পপতি রাগীব আলীর। জিনি বাংলাদেশের সেরা ১০ জন ধনির মধ্যে ১ জন।

গত কাল থেকে ৪৪৪ একর ভূমি ফিরিয়ে নেওয়ার অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
যার বর্তমান মূল্য ২ হাজার কোটি টাকা।

আমি নতুন বিয়ে করেছি


আমি নতুন বিয়ে করেছি।
আমি আর আমার নতুন বউ হানিমুনে কক্সবাজার গেলাম।
লাভনি বিচে গিয়ে দু-জন সমুদ্রতে আনন্দে সাতার কাটছি।
যদিও আমি সাতারের কচুও জানিনা।
সমুদ্রে অনেক ক্ষণ সাতার কেটে ঠান্ডা লাগাতে ঘুম ভেঙ্গে গেল।
আমি তো বেকুব হয়ে গেলাম।
আমি জেগে দেখি আমার ঘরে বন্যার পানি।
আমি আর আমার বালিশ তারি মাজে সাতার কাটছি।
হায়রে সালার কপাল আমার।
বাস্তবে বন্যার পানিতে চুবাচুবি খাই, আর স্বপ্নে দেখি হানিমুন।

কেন সরকারের টাকা এভাবে অহেতুক জেনতেন ভাবে অপব্যায় করা হচ্ছে?


সিলেট শহরের প্রাণ কেন্দ্র কোর্ট পয়েন্টে সদ্য নির্মিত ফুটওভার ব্রিজটি নির্মাণে কোটি টাকার উপরে ব্যায় হয়েছে। তার একটু সামনে সুরমা মার্কেট পয়েন্টে চলছে কোটি টাকা উপরে ব্যায় আরেকটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ। বর্তমান সরকারের প্রায় তিন কোটি টাকা ব্যায়ের এই দুটি উন্নয়ন সত্যি চোখের পড়ার মতো কাজ। কিন্তু এক বিন্দুও নগরবাসীর জন্য উপকারের কাজ নয়। নিঃসন্ধেহে এই দুটি ফুটওভার ব্রিজ লোক দেখানো আর কমিশন কামানোর কাজ।

আর্তনাদ করে, চিৎকার করে, প্রতিবাদ করে, নিশ্চুপ বোবা ভাষায়


সাজানো গোছানো সুন্দর সমাজ অতিতে পুকা-মাকর করেছিল গ্রাস
আজ পুকা-মাকররা দিনে দিনে বড় হয়েছে, বেড়েছে তাদের ক্ষমতা।
নিয়েছে রুপ হায়নায়, সমাজকে আজো করছে গ্রাস সমাজ বদলের বায়না

সমাজ বদলে গেছে অনেক, নিছক দুর্বল অসহায় মানুষের দ্বায়ে
হায়নার দল ক্ষমতার জোরে নিচ্ছে সমাজ বদল তাদের দখলে।
হায়নার ভয়ে, যায়ানা পাড়ার বেওয়ারিশ কুকুরটাও হায়নার দুয়ারে।

সময় অত্যান্ত দ্রুত যায় কথাটা ১০০ ভাগ ভুল


সময় অত্যান্ত দ্রুত যায় কথাটা ১০০ ভাগ ভুল। সময় তার আপন গতিতেই চলে।
আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে না পেরে সময়ের চেয়ে পিছিয়ে গিয়ে
সময়কে অপবাদ দেই সময় দ্রুত চলে যায়।
আসলে দোষটা সময়ের নয় আমাদের।
তবুও বোকা মানুষ নিজের দোষ স্বীকার না করে বরং নির্দোষের উপর অপবাদ লেপটে দেয়।
বোকা মানুষ একরারও ভেবে দেখেনা নিজের দোষ স্বীকার করা যে একটা মহৎ গুন।
যেই গুনটা সচরাচর মানুষের মাঝে থাকেনা।
খুব সহজেই চাইলেই বোকা মানুষ পারে পারে নিজের দোষ স্বীকার করে নিয়ে
মহৎ গুনের এই স্থানটা সহজেই দখল করে নিতে।

সোমবার, ৯ মে, ২০১৬

ধিক্কার মায়েদের ঐ কু-সন্তানদের


বৃদ্ধাশ্রমের মায়েরা আজ পথ চেয়ে আছেন
তাদের কু-সন্তানরা আজ হয়তো মা দিবস উপলক্ষে তাদের দেখতে আসবে ভেবে।
হয়তো কয়েকটা কু-সন্তান ঠিকি তাদের মায়েদের দেখতে আসবে আর মায়ের সাথে একগুচ্ছ সেলফি তুলে এনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে কুঁড়িয়ে নেবে মিথ্যে মা ভক্তির পরম শ্রদ্ধা ও প্রশংসা।

যার মাঝে শিক্ষাই নেই তার মাঝে কিভাবে দক্ষতা ও অভিজ্ঞতার জন্ম হয়


এই প্লাটফর্মে সু-শিক্ষিত দক্ষ অভিজ্ঞ লেখকদের ভীড়ে আমাকে খুব বেমানান মনে হয়।
আমি শিক্ষিত নই। সু-শিক্ষা তো অনেক দূরের ব্যপার।
যার মাঝে শিক্ষাই নেই তার মাঝে কিভাবে দক্ষতা ও অভিজ্ঞতার জন্ম হয়।

এখানে প্রায় সবাই প্রবীণ লেখক। সবাই আমার শ্রদ্ধার সম্পূর্ণ উপযুক্ত।
তাই আমার ভয় হয় যদি আমার অনাভিজ্ঞ অদক্ষ লিখনিতে আপনাদের মর্যাদার হানি ঘটে।
তাই অনেক কিছু লিখার ইচ্ছা থাকা সত্ত্বেও লিখতে পারিনা।

সোমবার, ২ মে, ২০১৬

আমার সেই সোনার গ্রাম কোথায় গেল, ফেরত চাই


পদ্মপাতার জল দীঘি, শান্ত নদীর ঢেউ
এই খানেতেই ছিল আগে, হারিয়ে গেল কই?
ঐ পাশেতে ধানের খ্যাত চাষ করতো চাষা
একটু দূরেই তাল গাছেতে বাধতো বাবুই বাসা।
ক্লান্ত পথিক শান্ত হতে বট তলাতেই নিতো একটু জিরায়ে
আমার সেই সোনার গ্রাম কেউকি দেবে আবার ফিরায়ে?

রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

সুরঞ্জনা ফিরে এসেছে


(১)
আজ আমার মেয়ে কথা আমাকে বলেছে "পাপ্পা আজ আসার সময় আমার জন্য একটা মা-মনি নিয়ে আসবে কেমন"? সানজিদার মা-মনির মতো পচা মা-মনি আনবেনা কিন্তু। বর্ণ ভাইয়ার মা বৃষ্টি আন্টির মতো একটা সুন্দর ও লক্ষি মা-মনি আনবে। না না বৃষ্টি আন্টির চেয়ে অনেক অনেক বেশী বেশী সুন্দর ও ভাল মা-মনি আনবে কেমন?

আমার মেয়েটা হয়তো ভেবেছে মা-মনি বাজারের আইসক্রিম বা চকলেটের মতোই, টাকা থাকলেই কিনে নেওয়া যায়। তাই সে আজ আইসক্রিম চকোলেটের বধলে মা-মনির নিয়ে যেতে বায়না ধরেছে। যদিও সে প্রতিদিন বিভিন্ন ধরনের চকলেট, আইসক্রিম, আরো কতো কি বায়না ধরে। কিন্তু আজ শুধু একটাই বায়না ধরেছে বলেই আমি ধিদায় পরে গেছি। নিজেই নিজের কাছে এখন প্রশ্ন বিধ্য। আজ মেয়েটার জন্য কি নেব? চাইলেই তো আর তার জন্য আমি মা-মনি নিয়ে যেতে পারিনা। তবে কি আজ আর আমার ঘরে ফেরা হবেনা। তবে কি এই পিচঢালা পথে পথে হেটে রাতটা কাঠিয়ে দিতে হবে আমার।

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

ভুলে যাওয়াটা আমাদের জাতিগত সমস্যা


জানী সবাই ভুলে গেছেন তাই সবাইকে মনে করিয়ে দিচ্ছি একজন মানুষের কথা। যাকে কে বা কারা কুমিল্লার ময়নামতি ক্যান্টমেন্টে ধর্ষণ করে হত্যা করেছে। যদিও মেয়েটার লাশ কবর থেকে তুলে পুনরায় তদন্ত কমিটি বলেছে মেয়েটিকে ধর্ষণ করা হয়নি।
জানী তো এখন ঠিকি মনে পরেছে আপনাদের। মনে তো পরবেই কারন আমরা সব সময়ই ভুলে গিয়ে আবার মনে করি বলেই আমরা বাংলাদেশী বলে মনে পরে মাঝে মধ্যে। না হয় কবেই ভুলে যেতাম যে আমরা বাংলাদেশী। যদিও আমরা বাংলাদেশী মনে পরার অনেক গুলি কারন আছে। যেমন ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, পহেলা বৈশাখ,  ১৬ই ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি।

রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

প্রেমিক মাতাল আর বেঁচে নেই


সুরঞ্জনা তুমি কি ছিনতে পারছনা আমায়?
সুরঞ্জনা মুখের ইশারায় না উত্তর দিল।
তোমার মনে নেই আমাকে? আমি সেই যার হাত ধরে তুমি পালাতে চেয়েছিলে একদিন।
তোমার মনে নেই আমাকে? আমি সে যাকে তুমি ভালবেসে ছিলে তোমার চাইতে বেশী।
সে আবার মুখের ইশারায় না উত্তর করলো।
কি এখনো মনে পরছেনা? এখনো মনে পড়ছে না আমাকে তোমার?
অহ বুজেছি তুমি ইচ্ছে করেই আমাকে না চেনার ভান করছ।
সে আবারো ইশারায় না করলো।
কি ভান করছ না তুমি। তবে কি সত্যি আমাকে ভুলে গেছ?
একেবারেই ভুলে গেছ?

আজ ক্ষুধার্ত কুকুরের মতো খুজবে সুরঞ্জনাকে


(১)
সকালে রাতের ডিউটি সেরে বাসায় ফিরছেন সুফিয়া বেগম। উনি সরকারী হাসপাতে চাকুরী করেন বিগত ২৪ বছর ধরে। সাধারন তো সকল হাসপাতাল গুলিতে তিন সিফটে ডিউটি হয়। সকাল বিকাল আর রাত। তিনি আজ রাতের ডিউটি সেরে বাসায় ফিরে উনার ছোট মেয়েকে জিজ্ঞেস করলেন নীড় কোথায় রে?
লাকিঃ ভাইয়া তো তুমি ডিউটি তে যাবার পর আসছি বলে বাহিরে গেল আর রাতে ফিরলনা।
মাঃ বলিশ কি? আমায় রাতে ফোন করে জানালিনা কেন?
লাকীঃ ভাইয়া যাওয়ার পর থেকে মোবাইলটা ও খুজে পাচ্ছিনা। পাশের বাসার ভাবির মোবাইল থেকে কল দিয়েছিলাম কিন্তু বন্ধ পেলাম।
মাঃ আজ কয় তারিখরে লাকী?
লাকীঃ কেন মা আজ তো এপ্রিলের ১৪ তারিখ?

সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

একুশ শত পয়ত্রিশ দিন


তোর বুকের পাজরে যদি আগলে রাখতি আমায়
তবে আর আজ লোকে আমাকে পাগল বলতোনা।
আমাকে নিয়ে উপহাস করতোনা, করতোনা টিটকারী।

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

পুলিশ প্রশাসন উনাদের ব্যর্থতার জন্য আমাদেরকে সময়ের প্রাচীরে বন্ধী করে দিচ্ছেন


পুলিশ প্রশাসন উনাদের ব্যর্থতার জন্য আমাদেরকে সময়ের প্রাচীরে বন্ধী করে দিচ্ছেন।

গত বছরের পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের ঘটনার অপরাধীদের ধরতে ব্যর্থতার জন্য পুলিশ প্রশাসন এবার আমাদেরকে সময়ে প্রাচীরে বন্ধী করে দিচ্ছেন।

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

‘আবারো ধর্ষণ” এর জন্য দায়ী কে বা কারা?


তনু ধর্ষণ ও হত্যার আসামি ধরার আগেই আবারো ধর্ষণ।

গত রাতে টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের বাসে এক নারীকে দলবেঁধে ধর্ষণের করে বাস চালক ও তার সহকর্মীরা।
আজ প্রতিটি অনলাইন নিউসে দেখা যাচ্ছে হাইলাইটস আকারে এই নিউসটা।
কেন এতো ঘনঘন ধর্ষণ এর ঘটনা গঠছে?
কেন ধর্ষণটা আমাদের দেশে মহামারী আকার ধারণ করছে।
এর জন্য কে বা কারা দায়ী?
আমার মতে এর জন্য সবচেয়ে বেশী দায়ী অকার্যকর বিচার ব্যবস্থা।

চৈতের পুড়া দহন এতো প্রকৃতির অভিশাপ


চৈতের তাপদাহে পুড়ছে মৃতিকা নদী নালা বন
প্রেম শুন্যতায় তৃষ্ণার্ত প্রেমিক মাতালের মন।
দহনে বিভাজন উর্বর কৃষকের মাট
জল শুকায়ে উচ্চতায় কিশোরীর স্নানের ঘাট।

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

রক্ত দেখেছ রক্ত


রক্ত দেখেছ রক্ত
এ এক কুকুরের রক্ত,
জ্যান্ত কুকুরের রক্ত।
একটি মাত্র অঙ্গের রক্ত।
হাহাহাহাহাহাহাহা
এই কুকুরটা আমাকে কামরাতে এসেছিল।
কুকুরটা আমার মাংসের স্বাদ নিতে এসেছিল।
আমি কুকুরটার যৌনাঙ্গ কেটে দিয়েছি।
রক্ত দেখেছো রক্ত
এ এক কুকুরের রক্ত,
জ্যান্ত কুকুরের রক্ত ।

শনিবার, ২৬ মার্চ, ২০১৬

ধর্ষণ এর শাস্তি ধর্ষণকারীর যৌনাঙ্গ কেটে ফেলা হোক


তনুর ধর্ষণ ও হত্যা আমাকে যে শুধু ব্যতিত করেছে তা কিন্তু নয় । করেছে আমাকে প্রতিবাদীও । এই প্রতিবাদের পিছনে আমারো স্বার্থ আছে । কারন আমারো একটা লক্ষি আদরের ছোট বোন আছে । আমি আমার বোনের নিরাপত্তা নিয়ে চিন্তিত । আমার মা বাবাও আমার বোনটির নিরাপত্তা নিয়ে চিন্তিত । আমার সদ্য এসএসসি পরিক্ষা দেওয়া বোনটি কম্পিউটার ট্রেনিং-এ ভর্তি হয়েছে । আমার পরিবারের সবাই জীবনের তাগিদে ব্যস্ত । তাই আমার বোনকে একা একা যেতে হবে কম্পিউটার ক্লাসে । আমার পাড়ার বা মহল্লার কেউ তার সাথে কম্পিউটার ট্রেনিং-এ ভর্তি হয়নি । আমার এই বোনটির নিরাপত্বা এখন কে দেবে ? আইন শৃঙ্খলা বাহীনি, সরকার নাকী আমাদের সমাজ ? জানী কেউ এই নিরাপত্তার দ্বায় নেবেনা ।
তবে কি এই নিরাপত্তার ভয়ে আমার বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার সপ্নের বিসর্জন দিতে হবে আমাদেরকে । তবে কি এই নিরাপত্তার ভয়ে আমার বোনটিকে বাল্য বিবাহ দিয়ে দিতে আমাদেরকে বাধ্য হতে হবে ।

হে আমার জন্মভূমি মা জবাব দে


মা তোর বুকে আর কতো রক্তের দাগ লাগলে, আর কোন রক্তের প্রয়োজন তোর পরবেনা?
মা তোর বুকে আর কতো বোন ধর্ষিতা হলে, আর কোন বোন কোন দিন ধর্ষিতা হবেনা?
জবাব দে মা, জবাব দে, হে আমার জন্মভূমি মা জবাব দে, জবাব দে?

কাদতে আসিনি, এসেছি আমার বোন তনু হত্যার বিচার নিয়ে

হে আমার জন্মভূমি মা আজ আমি কাদতে আসিনি,

এসেছি আমার বোন হত্যার বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন তনু হত্যার বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন হত্যাকারীর ফাসির দাবী নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন ধর্ষণের বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন তনুর ধর্ষণের বিচার নিয়ে।
হে আমার জন্মভুমি মা আজ আমি কাদতে আসিনি,
এসেছি আমার বোন ধর্ষণকারীর ফাসির দাবী নিয়ে।

সামাজিক জীব গুলি আজ পশু হয়ে উঠেছে

ধর্ষণের খবরে এখন আর তাক লাগেনা মিডিয়া পাড়ায়।
এখন আর হিট পড়েনা ধর্ষণের খবর পাঠক পাড়ায়।
তাই মিডিয়া আজ প্রায় নীরব ধর্ষণের খবরের বেলায়।
নিশ্চয়ই আপনি ও আমার মতো সন্ধেহ পোষণ করছেন মিডিয়ার এই দ্বায়বদ্ধতা নিয়ে।

আর আমাদের কথা কি বলবো- আমরা সম্ভবত এখন আর সামাজিক জীব নই।
যদিও আমরা অনেকে আমাদেরকে যন্ত্রিক বলে আমাদের সামাজিক দ্বায়বন্ধ্যতা থেকে মুক্তি দেই। আমরা যদি এখনো সামাজিক জীব হয়ে থাকতাম তবে নিশ্চয়ই আমাদের মাঝে সামাজিক দ্বায়বদ্ধাতা থাকতো। যেহেতু এখন আর আমাদের মাঝে সামাজীক দ্বায় বদ্ধতা নেই সেহেতু এখন আর আমরা সামাজিক জীব নই।

সোমবার, ২১ মার্চ, ২০১৬

আমাদের দেশীয় সংস্কৃতি ধংষ করার জন্য সবচেয়ে বেশী দ্বায়ী আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগন


আমাদের দেশীয় সংস্কৃতি ধংষ করার জন্য সবচেয়ে বেশী দ্বায়ী আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগন। আমার মতো মূর্খরা যার ধারে কাছে নেই। আর এই দেশীয় সংস্কৃতি রক্ষার জন্য প্রানপণ যারা কাজ করে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের স্ব-শিক্ষিত বন্ধু বান্ধবগণ। আমার মতো মূর্খরা যার ধারে কাছে নেই।
যারা দেশীয় সংস্কৃতি ধংষ করছেন তারাও স্ব-শিক্ষিত আবার যারা দেশীও সংস্কৃতি রক্ষার জন্য প্রাণপণ কাজ করে যাচ্ছেন তারাও কিন্তু স্ব-শিক্ষিত। যারা ধংষ করছেন তাদের সংখ্যা অনেক গুন বেশী যারা রক্ষা করার চেষ্টা করছেন তাদের তুলনায়। তাই স্ব-শিক্ষিত সমাজে দেশীয় সংস্কৃতি রক্ষা বা ঠিকিয়ে রাখা আজ হয়ে পড়েছে দ্বায়।

শনিবার, ১৯ মার্চ, ২০১৬

আমাদের সর্বদা মনে রাখতে হবে পরকীয়া সুখ দেয়না বরং কেরে নেয়


আমাদের সমাজে আমাদের প্রতিবেশী দেশ থেকে পরকীয়া নামের এক ভাইরাস এর আগমন ঘটেছে। যা আমাদের জন্য সুখময় নয়। অহরত বিকল হচ্ছে সুখের সংসার এই পরকীয়া নামক ভাইরাসে আক্রান্ত হয়ে। আর এই পরকীয়ার কারনে সবচেয়ে ক্ষতিগস্ত হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের কোমলমতি শিশুগুলি। এই পরকীয়ার কারনেই আপন গর্ভধারিণী মা খুন করছেন তার প্রানের চেয়ে প্রিয় বাচ্চাটিকে।
যা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সংবাদ গনমাধ্যমে।

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়


ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়
এক নীড় ভেঙ্গে অন্য নীড় গড়ে নিজেকেই নিজে বলো বীর।
চক্ষু লজ্জা, আর লোকের অপবাদের ধারধারি নও তুমি
আমি নগন্য, অর্থ শূন্য আমার মুল্য কি দেবে আর তুমি?

রবিবার, ১৩ মার্চ, ২০১৬

আমগো কোন চিন্তা নাই ব্যাংকে মগো টাহা নাই


খেত খামারে কামলা খাটি
দিন আনি দিন খাই
এক দিন কাম না পাইলে পরে
না খায়া দিন কাটাই।
আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

অনুকাব্য


যদি সপনো যাচিয়া বিলায়া দেই সখি তোমারো তরে
রাখিবে কি রাখিবে কি গুপনে হিয়ারো মাজারে মোরে?
যদি তোমারো সপনে বাঁধিয়া না রাখো পলকেরও গহিনে
আমি উজার হইবো সখি, যাতনায় মরিবো সখি তোমারি বিহনে।