মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

আজ সময়ের সাথে জীবনের গল্পটাও অনেক পাল্টে গেছে


আমরা এক সময় এতোটাই গরিব ছিলাম যে,
ছয় টাকা দামের জুতা ১৫ টাকা দামের পেন্ট আর ২০ টাকা দামের
সার্ট দিয়েই ঈদের আনন্দ ভোগ করতাম।
আর মা ঈদের সালামি দিতেন মাত্র দুই টাকা।
একবার ঈদের দিন নামাজ পরে আসার সময়ই আমার কম দামি
জুতাখানা ছিড়ে গেছিল।

শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা


যে অন্তরে প্রেমও খিদা, সেই অন্তরে আবার দ্বিধা
খিদাতো মিঠেনা, দ্বিধাতো কাটেনা
কি করি বলো দয়াল, কি করি খুদা?