শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

তোর হৃদয় জুড়ে প্রেমের ক্ষুদা


তোর ছলচাতুরী প্রেম লিলায় আজ আমি ক্লান্ত
দু-চোখ ভরা জল ছলছল তবুও আমি শান্ত।
তোর হৃদয় জুড়ে প্রেমের ক্ষুদা, এক মনে নয় তৃপ্ত
হাজার জনে মন বিলায়েও তুই তবুও অতৃপ্ত।

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা মা বোন


দুই বোন আর মা বাবার সংসারে আমি ছিলাম একা
আমার একমাত্র আয়েই চলতো ছোট্ট সংসারটা
অভাব অনটনের মাঝেও সুখ ছিল কানায় কানায়
সেই সুখের মাঝেই আগমন হল তোমার এই হৃদয় সীমায়।
তোমার রুপ আর তোমার বাবার টাকার নেশায়
মাতোয়ারা হয়ে পালিয়ে গেলাম কোন এক অজানায়।
মা বাবা দুই লক্ষি বোনকে করে অন্নহারা।
আজ তুমি কোথায় আমি কোথায়,কোথায় আমার বাবা মা বোন?

শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

পাগলের প্রলাপ


সত্য বলবেন না, কারণ সত্য আপনাকে বিপদগামী করবে।
মিথ্যে বলবেন না, কারন মিথ্যে আপনাকে পথভ্রষ্ট করবে।
এবার ভেবে দেখুন কোন সিদ্ধান্তটা আপনার জন্য শ্রেয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

"একটি শিশুও পথে থাকবে না" বলেছেন আমাদের প্রধানমন্ত্রী


"একটি শিশুও পথে থাকবে না" বলেছেন আমাদের প্রধানমন্ত্রী
প্রতিটি পথশিশুর পুনর্বাসন নিশ্চিত করতে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি

শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

বিবেক ছাড়া কেউ কিরে এক চিমটি শান্তি পায়


আমার যখন খিদার জ্বালায় বুক আর পেট জ্বলে
বুঝতে পারি পথ শিশুটা কেন কাদে মায়ের কোলে।

আমার যখন খিদার জ্বালায় খুব বেশি কান্না পায়
তখন দেখি পথ শিশুটা কাদতে কাদতে মায়ের কোলে ঘুমিয়ে যায়।

আমি যখন রোজ দুপুরে পেট পুরে খেতে বসি
বুঝতে পারি পথশিশুটা কেন করে উকাউকি।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

একটু খানি বাউলামি


ভাবের মানুষ হিংস্র বেজায়
বনের বাঘ ততো নয়
ভাবের মানুষ কাছে এলে
থাকে না যে বাঘের ভয়।

বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

সামনে শীত আসছে......


সামনে শীত আসছে......
আপনার গত বছর বা তারো আগের শীতের কাপড় গুলি
যত্রতত্র ফেলে না দিয়ে আপনার সংগ্রহে রাখুন।
যদি সামর্থ থাকে তবে এর সাথে আরো কিছু নতুন বা পুরাতন
শীতের কাপড় মিলিয়ে গরিব অসহায় ও পথশিশুদের মাঝে উদার মনে বিলিয়ে দেবেন।
আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নয়,
প্রকৃত সুখ মনের সুখ।
আসুন আমরা সবাই মিতে আমাদের মনকে সুখি করে তুলি
এবং এই সুখ বিলিয়ে দেই সবার মাঝে।
একদিন আমরা হবো পৃথীবির সর্ব সুখী জাতি।

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

উনারা ধরা খেলে দুর্নীতিবাজ আর আমি খেলে চুর


আমি না হয় মূর্খ মানুষ শিক্ষা জ্ঞানের নাই বুলি
পেটের দায়ে মাঝে মাঝে করি মসজিদেরি জোতা চুরি।
উনারা তো  আমার মতো অজ্ঞ আর মূর্খ নয়
শিক্ষা জ্ঞান বেজায় বহুত তবু কেন করেন চুরি?