মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

হোন সুখ নামের নাঠকের প্রধান অভিনেতা


কাউকে ভুলে থাকা চাটটি খানি কথা নয়।
কাউকে ভুলে থাকা এ এক বিরাট ক্ষমতা বা পাওয়ার।
যদিও এই ক্ষমতা অধিকাংশ লোকের মাঝে বিরাজমান
কিন্তু অল্প কিছু মানুষের মাঝে এই ক্ষমতা একেবারেই শূণ্যের কোঠায়।
স্বাভাবিকতায় সব ক্ষমতাই অহংকারের উৎস কিন্তু এই ক্ষমতাটা মোটেও অহংকারের নয়
বরং লজ্জা অপমান আর অপবাদের।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫

খুব আনন্দ উল্লাসারের সাথে ঈদ উৎযাপন করছিস


জানিরে স্বামী সন্তান নিয়ে অনেক সুখেই আছিস
খুব আনন্দ উল্লাসারের সাথে ঈদ উৎযাপন করছিস।
জানিরে তোর এতো আনন্দ উল্লাসের ভিতরে
একবারো আমায় তোর  মনে পরবেনা
পুড়বে না তোর পাশান হৃদয় আমার শূণ্যতায়।

ঠিক আজ থেকে ছয় বছর আগের ঈদ গুলির  মতো
আজ রাতে তোকে দেখতে যাওয়া হবেনারে তোর শহরে।
তুই ও আমার অপেক্ষায় সারা রাত জেগে থেকে আমার অবস্থান
জানতে বারবার ফোন কল দিবিনারে আর বলবি না সাবধানে থেক।

ঈদ গত ছয় বছর যাবত আমার জন্য কোন আনন্দের বার্তা নিয়ে আসেনি
তাই গতো এগারোটি ঈদ ধরে জানিনা ঈদের কি আনন্দ কি উল্লাস?
আজও তার ব্যতিক্রম হবেনারে বধলাবেনা আমার জীবনের গতি।

প্রতিবারের মতো আজোরে তোর স্মৃত্বির পাইচারি করে আমাকে কাদতে হবে
বাসতে হবে চোখের শ্রাবণ জলে
আর স্মৃত্বির পেছনের পথ ধরে চলে যেতে হবে আমাকে
আমার জীবনের ফেলে আসা সেই দিন গুলিতে খুব গুপনে
কেউ তা জানতেও পারবেনা।

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

অন্যের বাসর ঘরে


আজ নতুন আরেকটা জীবনে দিচ্ছ পা
বধলে নিচ্ছ তোমার জীবন রেখা।

লাল শাড়ি পরে বধু বেসে তুমি
নিয়ন আলো জ্বলছে তোমার বাড়িতে।

বধলে গেলে কি করে তুমি
কি করে চলে যাচ্ছ দূরে
অভাগা আমি কাদছি কতো দুঃখে
আর তুমি অন্যের বাসর ঘরে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

প্রশ্নটা খুব ভাবায় জানি আমার মতো আপনাদেরকেও


গান গেয়ে তারকা খ্যাতি শিল্পিরা লক্ষ লক্ষ টাকা কামাই করেন।
কিন্তু জীবনের শেষ বেলা এসে অসুস্থ্য হয়ে পরে কেন উনাদের চিকিৎসার
করানোর মতো আর্থিক অবস্থান থাকে না।
প্রশ্নটা খুব ভাবায় জানি আমার মতো আপনাদেরকেও।

খালিদ হাসান মিলু, আজম খান, সাবিনা ইয়াসমিন, কাঙ্গালিনী সুফিয়া'র মতো খ্যাতিমান সঙ্গীত শিল্পীরা চিকিৎসা খরচ এর জন্য সরকার ও ভক্ত অনুরাগী দিকে তাকিয়ে ছিলেন।
সরকার ও ভক্ত অনুরাগীরা সহ বিভিন্য সংস্থা ও হানিফ সংকেতের ইত্যাদি এগিয়ে এসে উনাদের চিকিৎসার খরচ বহন করেছেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ


কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ । এই নতুন বেতন কাঠামোতে যারা সরকারী চাকুরীতে অধ্যায়নরত তাদের পৌষ মাস আর যারা সরকারী চাকুরীর অপেক্ষায় বা পদপ্রার্থী তাদের সর্বনাশ ।

নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে সরকারী চাকুরির অপেক্ষায় থাকাদের কি ভাবে সর্বনাশ হলো?
উত্তর একদম সোজা । নরমালি আমাদের দেশে ঘোষ বিহীন কোন সরকারী চাকুরি হয়না (যদিও এখন কিছু কিছু বেসরকারী প্রতিষ্ঠানে ও নতুন চাকুরীর ক্ষেত্রে ঘোষের প্রচলন চালু হয়ে গেছে) । আগে যে পোষ্টের চাকুরীর জন্য যে পরিমান ঘোষ লাগতো এখন বেতন দিগুণ হওয়ায় নিশ্চয়ই নতুন চাকুরী প্রত্যাশীদের ঘোষ ও দিগুণ গুনতে হবে ।
এখন বর্তমান সরকারকে সবাই বাহ বাহ দিয়ে বড়িয়ে দেবে । নিশ্চয়ই সরকার বাহ বাহ পাওয়ার মতোই একটা কাজ করেছে সরকারী বেতন দিগুণ করে । এখানে আমিও সবার মতো খারাপ কিছু দেখিনা । সরকারের এই নিদ্ধান্তকে আমিও সবার মতো অভিনন্দন জানাই ।

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

হয়তো নরকে পুড়ে আংগার হয়ে যেতাম


সুরঞ্জনা আমার জীবন থেকে যখন চলে গেলে
তখন মন থেকে ও কেন চলে গেলেনা।
তবে তো আর এই মনটা পুড়তো না আজো
তোমার নিঃসঙ্গতায়।
সুরঞ্জনা আমার জীবন থেকে যখন চলে গেলে
তখন আমার জীবনটাকে কেন শেষ করে দিয়ে গেলেনা।
তবে তো আর আমি তোমার ফেরার আসায়
বৃথা অপেক্ষায় থাকতাম না।
হয়তো নরকে পুড়ে আংগার হয়ে যেতাম।

তবুও তুমি সুখে আছ তো সুরঞ্জনা​ ?


অংকে খুব ভালো ছাত্র ছিলাম বলেই জীবনের অংকে মস্ত বড় ভুল করেছি।
সারা জীবন ক্ষয়ে ও এই ভুলের মাসুল হবেনা।
বদলাবে না আর ভাগ্য রেখা
বরং উল্ট ফুরিয়ে যাচ্ছে আয়ু রেখা ।
হয়তো হবেনা আর শেষ দেখা।
দু-কালেই হারালাম তোমায়
হারালাম নিজেকেও।
তবুও তুমি সুখে আছ তো সুরঞ্জনা​ ?

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

আমাদের দেশে তেলবাজীটা খুব জনপ্রিয়


আমাদের শ্রদ্ধেয় যোগাযোগ মন্ত্রী মহুদয় ওবায়দুল কাদের বলেছেন একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া কোন মন্ত্রী সফল নয় । আমি নিজেও সফল নই ।
মাননীয় মন্ত্রী মহুদয় আমরা মানলাম, ঠিক মানলাম না, মানতে বাধ্য হলাম যে আমাদের কোন মন্ত্রী সফল নয় । এবং কি আপনি নিজেও না ।
আপনার এই কথার সাথে দেশের  ৯০ ভাগ মানুষ সহমত পোশন করবেন আমার ধারনা । এই রকম সত্য কথা বলতে অনেক সাহসের দরকার হয় । যা সম্ভবত আমাদের আর কোন শ্রদ্ধেয় মন্ত্রীর পক্ষে এমন সত্য বলার সাহসিকতা নেই । জি আমি আপনার সাহসের তারীফ বা প্রশংসা করছি । নিশ্চয়ই আপনি প্রশংসা পাওয়ার যোগ্য  কথাই বলেছেন।
কিন্তু মানতে পারলাম না প্রধানমন্ত্রীর সফলতাটা ।