শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

কি চায় এই মন


কেন বুঝনা কি চায় এই মন
চোখে আঁকা কতো স্বপ্নরাশি
ঠোটে না বলা গোপন কথা
গলা শুকানো ত্বিষনারতা
চোখের চাওয়ায় না পাওয়ার বিষন্যতা।

পৌষের রাতে

পৌষের রাতে কনকন শীতে
আকাশের নীচে বসে কাদে এক প্রেমিক মাতাল
কুয়াশা ডাকা, চাঁদ যায়না দেখা
রাত দিয়েছে গায়ে আঁধারের কাঁথা
থরথর কাপে,জল ঝরে চোখে
কি ব্যথা শীতে?
তার চেয়ে ব্যাথা প্রেমিক মাতালের অন্তরেতে।

রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

আমি তো প্রেমিক মাতাল


আপনারে যে চিনিতে পারেনি
সে কি করে চিনিবে অন্যরে?
আপনারে যে বুজিতে পারেনি
সে কি করে বুঝিবে অন্যরে?
আপনারে যে জানিতে পারেনি

রবিবার, ৯ আগস্ট, ২০১৫

কলম মানে অস্ত্র নেওয়া, পারবো না ভাই পারবোনা

কলম হাতে নিলেই নাকী কলমদারীর মৃত্যু হয়
কাপুরুষ এই আমার কলম নিতে তাইতো ভয়।
এই কলম হাতে নিয়েই নাকী শহীদ হয়েছেন কতো শতজন
আমি আমার ভালই আছি, শহীদ হওয়ার কি প্রয়োজন?

কলম নাকী মাঝে মাঝে অস্ত্রের চেয়েও ধারালো হয়
কাপুরুষ এই আমার কলম নিতে তাইতো ভয়।
এই কলমের কালিতে নাকী দুঃশাসন অবশান হয়?
শত্রুপক্ষ কলমের ভয়ে মাঝ পথেই থমকে রয়।

একি ব্লগার হত্যা, নাকী নাস্তিক হত্যা, নাকী হিন্দু হত্যা, নাকী অন্য কিছু?

একি ব্লগার হত্যা, নাকী নাস্তিক হত্যা, নাকী হিন্দু হত্যা, নাকী অন্য কিছু?
যে তিন জনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে
উনারা তিন জনই ব্লগার,
উনারা তিন জনই নাস্তিক আখ্যায়িত (কে বা কারা আখ্যায়িত করেছেন জানিনা)।
উনারা তিন জনই হিন্দু।

আমার নগণ্য বোধ শক্তি থেকে এই প্রশ্ন গুলির জন্ম।
জানি এই লেখা পড়ে অনেক আমাকে মূর্খ গর্দব বলে গালি দেবেন।
আমি গর্দব কিনা জানিনা, তবে আমি যে মূর্খ তা আমার অজানা নয়।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

পথের শিশু পথেই থাক

পথের শিশু পথেই থাক
              আমি আমার অট্টালিকায়
পথের শিশু না খেলে
              আমার তাতে কি আসে যায়?
আমার শিশু পরম সুখে আমার কোলে ঘুমায়
              পথের শিশুর কান্না শুনে ভাঙ্গে না হৃদয় যন্ত্রনায়।