রবিবার, ২৬ জুলাই, ২০১৫

কাল পুরোটা দিন অনেক খুজেছি তোকে তোর শহরে (আমার স্মৃতির শহর)


কাল পুরোটা দিন অনেক খুজেছি তোকে তোর শহরে (আমার স্মৃতির শহর)।
স্মৃত্বি ঘেরা দুলি কণা ছাড়া কিছুই পেলামনা।
সুরঞ্জনা তোমার মনে আছে আমি এক সময় লম্বা চুল হাতে ব্রেস লাইট,
কানে রিং, গলায় চেইন ও চোখে রঙ্গিন চশমা পড়তাম।
আমার সেই উগ্র চলাফেরা তুমি মোটেও পছন্দ করতে না বলে
আমায় দিনে দিনে পরিবর্তন করে চলছিলে।
মানে তোমার মতো আমাকে তৈরি করছিলে।

প্রেম হয়ে যাবে


তুই তাকাস নে এই চোখে
প্রেম হয়ে যাবে এক নিমিষে।
কিরে তবুও কেন তাকিয়ে আছিস
তোর কি ভয় হয়নারে ?
তাকাস নেরে পাগলি আর তাকাস নে
প্রেম হয়ে যাবে।
সত্যি বলছি আজই তুই প্রেমে পরে যাবিরে
আর তাকাস নে,তাকাস নেরে এই দু-চোখে।

বুধবার, ১৫ জুলাই, ২০১৫

অসহায় শিশুদের কল্যানে এগিয়ে আসেন

আজ আমি খুব আনন্দিত।
দুইটা অসহায় শিশুকে আজ ঈদের জন্য
দুইটা গেঞ্জি কিনে দিতে পারলাম।
এবং ওদের মায়ের হাতে কিছু টাকা (আমার সাধ্য অনুযায়ী)
দিতে পারলাম।
যাতে ওরা ঈদের দিন নুন্যতম ভালো কিছু খেতে পারে।

বুধবার, ৮ জুলাই, ২০১৫

খারাপ মানুষকে অনুসরণ করে ভাল মানুষ হওয়া যায়না

সত্যি কথা বলতে কি এখন ভাল মানুষের চেয়ে খারাপ মানুষ গুলি
অনেক অনেক সুন্দর ও ভাল ভাল নির্ভুল মিষ্টি মধুর কথা বলতে জানেন।
যা আমাদের কে অনেক পেরনার যোগান দেয়।
আর উনারা শুধু বলেই যান, কাজের কাজ কিচ্ছুই করেননা।
আসলে এরা ভন্ড। এরা ভাল মানুষের মুখোশধারী।