বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫

নিন্দুকের কাজই তো নিন্দা করা

নিন্দুকের কাজই তো নিন্দা করা।
তাই বলে কি আপনার ভালো কাজ গুলি
থামিয়ে দেবেন নিন্দুকের নিন্দার ভয়ে?
না কখনোই না।
তবে সমালোচনা কে গুরুত্ব্য দিন।
এটা আপনার ভালো কাজের মধ্যে লুকিয়ে থাকা
খারাপ দিকগুলিকে তুলে ধরতে সাহায্য করবে।
যার দ্বারা আপনি আপনাকে শুধরে নিতে পারবেন খুব সহজেই।
আসুন আমরা আমাদের দ্বায়ীত্বের বাহিরে
দিনে অন্তত একটি ভালো কাজ করি।
এবং অন্যজনকে ভালো কাজ করতে উৎসাহী করি।
ভালো থাকবেন।
সবার জন্য শুভ কামনা রইলো।

পালিয়ে বেড়াই

জীবনটা বড় তিক্ত লাগছে।
স্বপ্ন দেখা তো সেই কবেই ভুলে গেছি।
আর স্বপ্ন দেখতে তো সুন্দর একটা মন লাগে।
আমার এই ভাঙ্গা চুড়া মন দিয়ে তো আর স্বপ্ন দেখা যায় না।

মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে।
কাঁদলে নাকী দুখের লাগব হয়।
মনে নাকী সুখ সুখ ভাব লাগে।
কিন্তু তবুও যে মন খুলে কাঁদতে পারিনা।

সুখের পিছু আর দৌড়াই না।
আমার অসুখ কি করেই বা সে সারাবে?
সুখ তো নিজেই ছোঁয়াচে অসুখে ভুগছে।
ভয় লাগে কখন আমায় ঝাপটে ধরে।
তাই আমি নিজেই সুখ থেকে পালিয়ে বেড়াই।

  1. অজানা ব্যথা
  2. অসম্পূর্ণ কাব্য
  3. আখি জুড়িয়া শ্রাবন আসিলো
  4. আজ এক পসলা বৃষ্টি এলে
  5. আজ বৃষ্টি এসে ছিল আমার শহর জুরে
  6. আপনার লাগিয়া যে আপনারেই করে পর
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার মাঝে পশু পাই - New!
  9. আমি অগ্নির মতো উত্তপ্ত
  10. আমি ভালবাসার কাঙ্গাল
  11. আমি শান্ত বাস্তবতার আগাতে
  12. আমিও প্রাচির বন্দী - New!
  13. আহারে অভাগার জীবন
  14. ও চোখের মায়ায় পড়ে যাবে - New!
  15. ও নদী,নদীরে
  16. কপাটখানা
  17. কবিতা লেখার প্রহর শেষ
  18. কবির আত্মহত্যা
  19. কারন আমি যে অতিই নগণ্য
  20. খুব ইচ্ছে করে
  21. জন্মই আমার অজন্ম পাপ
  22. জন্মই আমার জন্মান্তরের পাপ
  23. তুই ফিরে আসিস
  24. দেখা হবে আবার
  25. নব্য জীবনের আয়োজন - New!
  26. নাম না জানা কেউ
  27. নীল পরী
  28. পালিয়ে বেড়াই - New!
  29. পুরুষের সুখের দাফন - New!
  30. পৌষের রাতে
  31. প্রেম দহন
  32. প্রেমিক মাতাল
  33. বড় নিষ্টুর পৃথিবীর মানুষ গুলি
  34. বদলে নিয়েছে কেউ এক জন
  35. বাস্তবতাই আমাকে করেছে পরাজিত
  36. ভেজা ঘাস
  37. মানুষ রুপি কোন এক অমানুষ
  38. মুক্ত করো আমারই প্রাণ
  39. মৃত্তিকা
  40. মৃত্তিকা
  41. মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন
  42. যদি বলি আমার শৈশব ফেরত দাও
  43. যেখানে সুখ খেলা করে
  44. যেন এক বরণ উৎসব
  45. লতাহীন বৃক্ষ
  46. সারে সাত বৎসর
  47. স্মৃতি ডায়েরি
  48. হয়তো সেই জনমে অভিশপ্ত ছিল জীবন

বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

কোথায় দৌড়াচ্ছেন?

কোথায় দৌড়াচ্ছেন?
নিশ্চই সুখের পিছু।
জানেন না আজ সুখের ও অসুখ।
সুখই আজ রোগাক্রান্ত নিরাময়ের অভাবে।
তবে কেন মিছেমিছি সুখের পিছু দৌড়াচ্ছেন?
শুখটাকে ধরলেই আপনি ওতো রোগাক্রান্ত হবেন।
তার চেয়ে না ছোয়াই ভালো নয় কী?

এর চেয়ে চলুন সবাই মিলে সুখকে অসুখ মুক্ত করি।
সুখ অসুক মুক্ত হলে আমাদের আর সুখের পিছু দৌড়াতে হবেনা।
সুখই কৃতজ্ঞতায় আমাদের খুজে...

  1. এই পাগলের প্রলাপ
  2. "SURONJONA" I miss you all the time
  3. "SURONJONA" I miss you all the time.
  4. "প্রেমিক মাতাল"
  5. It’my real life story
  6. আনারি প্রেমিক
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার জীবনে আর কোন শুভদিন আসবে না
  9. আমারও একটা প্রেম কাহিনি আছে
  10. আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি
  11. আমি কোন যাত্রাপালার নটরাজ নই - New!
  12. আমি তাকেই হারিয়েছি / আমি তাকেই খুজে পেয়েছি
  13. আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি
  14. উড়ু চিঠি
  15. এ শুধু সপ্ন
  16. এই পাগলের প্রলাপ (পর্ব ২)
  17. কেউ এক জন আমায় খুব মিস করছে
  18. কোথায় দৌড়াচ্ছেন?
  19. ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর
  20. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
  21. তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা
  22. তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ
  23. তোর স্মৃত্বির মণি কোঠায়
  24. দেশ প্রেমের নাটক
  25. নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন
  26. নিন্দুকের কাজই তো নিন্দা করা - New!
  27. পাগলের প্রলাপ
  28. পাশান পুরের পাশাণি - New!
  29. প্রেমিক মাতাল সর্বদাই নিখুত ভালবাসার কাঙ্গাল - New!
  30. মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায়
  31. যা শুধু বিস্বাদময়
  32. শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা
  33. সুরঞ্জনা
  34. সুরঞ্জনা
  35. সুরঞ্জনা
  36. সুরঞ্জনা
  37. সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

কেউ এক জন আমায় খুব মিস করছে

সেবার ছিল ২০০৯ সাল।
ঠিক এই দিন রাতেই আমি আমার পাশের বাসার বন্ধু সুলভ বড় ভাইর সাথে ঘুমাতে যাই।
বড় ভাইটা জানতো আমি কাল সকালে ঢাকা যাব তাই দুই হাজার টাকা
আমার হাতে দিয়ে বললো এগুলি আমার কাছে থাকলে খরচ করে ফেলবো।
বরং তোর কাছে রেখেদে।
লাগলে খরচ করিস।
আমি আমার মানিব্যাগে টাকা গুলি রেখে দিলাম।
বড় ভাইটা ঘুমিয়ে পরলো।

এই রাতেই সুরঞ্জনার সাথে মোবাইলে অনেক ক্ষণ কথা হল।
তখন আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করতাম।
আগামি কাল অফিসে অনেক জরুরি কাজ আছে তাই সুরঞ্জনা আর আমি
সিদ্ধান্ত নিলাম আগামি কাল অর্থাৎ ১লা বৈশাখে সুরঞ্জনার সাথে দেখা
করতে ঢাকা যাবনা।
ঐ রাতেই অনেক ঝড় তোফান শুরু হলো।
তাই মোবাইল ফোনে কথা বলতে শুনতে সমস্যা হওয়ায়
আমরা লাইন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম।

সকাল ৬টায় ঘুম থেকে উঠে তৈরি হয়ে অফিসের উদ্দ্যেশ্যে ছুটলাম।
বাসা থেকে অফিসে হেটে যেতে ১৫ মিনিট লাগতো।
তাই হেটেই যেতাম।
ঘর থেকে বের হতেই সুরঞ্জনাকে খুব মিস করতে শুরু করলাম।
কারণ প্রতিবারই ১লা বৈশাখের আগের রাতেই রওয়ানা দেই ঢাকার উদ্দ্যেশ্যে।
অর্থাৎ সুরঞ্জনার সাথে দেখা করার জন্য।
এই সকাল বেলাতেই দাঁড়িয়ে থাকতাম
সুরঞ্জনার আশে পাশের এলাকায় ওর অপেক্ষায়।
কিন্তু আজ ছুটছি অফিসে।
খুব মিস করছিলাম তাই ওকে কল দিলাম।
ওর সাথে কথা বললাম অফিসের গেইটে পৌছা পর্যন্ত।
অফিসে ঢুকতেই কয়েক জন  কলিগ এসে শুভেচ্ছা বিনিময় করলেন।
জাহিদ সাহেব ও রবিউল সাহেব বলে উঠলেন আপনি আজ কিভাবে অফিসে আসলেন?
আজ তো আপনার অফিসে আসার কথা আমরা চিন্তাই করিনি।
আমি মনমরা হয়ে বললাম না এসে পারলাম না ভাই।
রবিউল সাহেব বললেন কিন্তু কেউ এক জন যে খুব মিস করছেন আপনাকে।
আমি উত্তর দিতে যাবো এমন সময় জাহিদ সাহেব হাজিরা খাতা হাতে নিয়ে এসে বললেন
এসে যখন পরেছেন তাহলে সাইনটা করে নেন।
আমি হাজিরা খাতাটা হাতে নিতেই রবিউল সাহেব মজা করে খাতাটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বললেন,
আপনার সাইন করা লাগবেনা।
আপনি এখনি ঢাকা চলে যান।
এই মাত্র ঢাকা শব্দটা শুনে আমার বুকের মাঝে মুচড় দিয়ে উঠল।
আমি এক মিনিটের জন্য কোথায় হারিয়ে গেলাম।
জাহিদ সাহেব আমার ঘাড়ে হাত রেখে ঝাঁকি দিয়ে বললেন কি কোথায় হারিয়ে গেলেন।
আমি বর্তমানে ফিরে এলাম।
জাহিদ সাহেব আবার বললেন সাইন করে নিন।
আমি সাইন করবোনা,বলেই জোরে জোরে হাটতে শুরু করলাম।
রবিউল সাহেব পিছন থেকে বললেন কোথায় যাচ্ছেন?
আমি পিছনে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম
কেউ এক জন আমায় খুব মিস করছে তো তাই চলে যাচ্ছি তার কাছে।
গেইট থেকে বের হতে গিয়ে কিসে লেগে আমার শার্টের হাতের উপরের অংশ অনেকটা ছিড়ে গেল।

রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

সুরঞ্জনা

সুরঞ্জনা অনেক গুলি বৈশাখ তো লুকিয়ে ছিলি।
এবার বৈশাখে দেখা দেনারে পাগলি।
তোর পাগলটা যে তোর জন্য বৈশাখী সাঁঝের
শাড়ি নিয়ে অপেক্ষায় থাকে তুই কি তা বুঝতে পারিসনা।
তুই-ই তো আজ থেকে ছ-বছর আগে সেই শেষবার বলেছিলি,
আগামি বার যেন তোকে একটা বৈশাখী শাড়ি কিনে দেই।
তুই বৈশাখী সাঁঝে আমার সাথে ঘুরে বেড়াবি।
আমি তো টিকি সেবার বৈশাখী শাড়ি নিয়ে দাড়িয়ে ছিলাম
তুই আর একবারও আসলিনা।



  1. এই পাগলের প্রলাপ
  2. "SURONJONA" I miss you all the time
  3. "SURONJONA" I miss you all the time.
  4. "প্রেমিক মাতাল"
  5. It’my real life story
  6. আনারি প্রেমিক
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার জীবনে আর কোন শুভদিন আসবে না
  9. আমারও একটা প্রেম কাহিনি আছে
  10. আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি
  11. আমি কোন যাত্রাপালার নটরাজ নই - New!
  12. আমি তাকেই হারিয়েছি / আমি তাকেই খুজে পেয়েছি
  13. আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি
  14. উড়ু চিঠি
  15. এ শুধু সপ্ন
  16. এই পাগলের প্রলাপ (পর্ব ২)
  17. কেউ এক জন আমায় খুব মিস করছে
  18. কোথায় দৌড়াচ্ছেন?
  19. ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর
  20. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
  21. তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা
  22. তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ
  23. তোর স্মৃত্বির মণি কোঠায়
  24. দেশ প্রেমের নাটক
  25. নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন
  26. নিন্দুকের কাজই তো নিন্দা করা - New!
  27. পাগলের প্রলাপ
  28. পাশান পুরের পাশাণি - New!
  29. প্রেমিক মাতাল সর্বদাই নিখুত ভালবাসার কাঙ্গাল - New!
  30. মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায়
  31. যা শুধু বিস্বাদময়
  32. শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা
  33. সুরঞ্জনা
  34. সুরঞ্জনা
  35. সুরঞ্জনা
  36. সুরঞ্জনা
  37. সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না

সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি

আমি মূর্খ হলেও কিন্তু বাংরেজী ভাষায় কথা বলা শিখে গেছি।

বাংরেজী কি বুঝেননি আপনারা?

বাংরেজী হচ্ছে বাংলা ইংরেজী মিলিয়ে কথা বলা।

দেখননা আপনার শিক্ষিতরা কি সুন্দর করে বাংরেজী ভাষায় কথা বলেন।

রেডিওর আর জে না কি যেন বলে,উনারাও কি সুন্দর বাংরেজী ভাষায় কথা বলেন।

একদিন কিন্তু ইতিহাসে আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি।

আপনারা আমার জন্য দো'আ করবেন।


  1. একটি সপ্নের মৃত্যু
  2. কেউ এক জন আমায় খুব মিস করছে
  3. খয়ারি পাঞ্জাবী
  4. পাশান পুরের পাশাণি - New!
  1. এই পাগলের প্রলাপ
  2. "SURONJONA" I miss you all the time
  3. "SURONJONA" I miss you all the time.
  4. "প্রেমিক মাতাল"
  5. It’my real life story
  6. আনারি প্রেমিক
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার জীবনে আর কোন শুভদিন আসবে না
  9. আমারও একটা প্রেম কাহিনি আছে
  10. আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি
  11. আমি কোন যাত্রাপালার নটরাজ নই - New!
  12. আমি তাকেই হারিয়েছি / আমি তাকেই খুজে পেয়েছি
  13. আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি
  14. উড়ু চিঠি
  15. এ শুধু সপ্ন
  16. এই পাগলের প্রলাপ (পর্ব ২)
  17. কেউ এক জন আমায় খুব মিস করছে
  18. কোথায় দৌড়াচ্ছেন?
  19. ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর
  20. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
  21. তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা
  22. তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ
  23. তোর স্মৃত্বির মণি কোঠায়
  24. দেশ প্রেমের নাটক
  25. নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন
  26. নিন্দুকের কাজই তো নিন্দা করা - New!
  27. পাগলের প্রলাপ
  28. পাশান পুরের পাশাণি - New!
  29. প্রেমিক মাতাল সর্বদাই নিখুত ভালবাসার কাঙ্গাল - New!
  30. মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায়
  31. যা শুধু বিস্বাদময়
  32. শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা
  33. সুরঞ্জনা
  34. সুরঞ্জনা
  35. সুরঞ্জনা
  36. সুরঞ্জনা
  37. সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না

শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

পয়াসা ওয়ালা এবং উচ্চ বংশের বন্দীশালা

কাবাডি,গোল্লাছুট,ডাঙ্গুলি,কুতকুত,মার্বেল,ফুলগুটি,সাতচারা ইত্যাদি
আমাদের দেশিয় খেলা।

এখানে অল্প কয়েকটা মাত্র তুলে ধরলাম।
যা সবারি কম বেশী পরিচিত।

বিংশ শতাব্দীর আগে যারা প্রাইমারী স্কুলে ভর্তি হয়েছেন আশা রাখি
সবাই এই খেলা গুলি খেলেছেন।
আমিও খেলেছি। এগুলো ছাড়াও কত শত রকমের খেলা।
ছেলে মেয়েরা এক সাথে মিলে মিশেই খেলতাম।
তখন ছেলে মেয়ের অবাধ মেলা মেশায় অভিভাবকের কোন
সন্ধেহ বা নিষেধাজ্ঞা ছিলনা।

হয়তো কিছুজন বলবে গ্রামের ছেলে মেয়েরাই এই খেলা গুলি খেলেছেন
শহরের ছেলে মেয়েরা নয়।
আমিও কিন্তু জন্মকাল থেকেই শহুরে, আমি তো ঠিকি এই খেলা গুলি খেলেছি।
তাই বলে আমি একা নই,আর একা তো এগুলি খেলাও সম্ভবনা।
এই খেলা গুলি দল বা গোষ্টি বদ্ধ হয়েই খেলতে হয়।
হ্যা যারা বলেন গ্রামের ছেলে মেয়েরাই এই খেলা গুলি খেলেছেন
উনারা হয়তো বিরাট পয়াসা ওয়ালা এবং উচ্চ বংশের ঘরে জন্মেছেন।
তাই আমাদের মতো খোলা আকাশে ডানা মেলে উড়তে পারেননি স্বাধীন ভাবে।
চার দেয়ালের প্রাচীরের মাঝেই আবদ্ধ ছিলেন পয়াসা ওয়ালা এবং উচ্চ বংশের বন্দীশালায়।
যাদের শৈশব বলতে বোজায় স্মৃত্বিবিহীন পয়াসা ওয়ালা এবং উচ্চ বংশের বন্দীশালা।

  1. একটি সপ্নের মৃত্যু
  2. কেউ এক জন আমায় খুব মিস করছে
  3. খয়ারি পাঞ্জাবী
  4. পাশান পুরের পাশাণি - New!
  1. এই পাগলের প্রলাপ
  2. "SURONJONA" I miss you all the time
  3. "SURONJONA" I miss you all the time.
  4. "প্রেমিক মাতাল"
  5. It’my real life story
  6. আনারি প্রেমিক
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার জীবনে আর কোন শুভদিন আসবে না
  9. আমারও একটা প্রেম কাহিনি আছে
  10. আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি
  11. আমি কোন যাত্রাপালার নটরাজ নই - New!
  12. আমি তাকেই হারিয়েছি / আমি তাকেই খুজে পেয়েছি
  13. আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি
  14. উড়ু চিঠি
  15. এ শুধু সপ্ন
  16. এই পাগলের প্রলাপ (পর্ব ২)
  17. কেউ এক জন আমায় খুব মিস করছে
  18. কোথায় দৌড়াচ্ছেন?
  19. ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর
  20. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
  21. তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা
  22. তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ
  23. তোর স্মৃত্বির মণি কোঠায়
  24. দেশ প্রেমের নাটক
  25. নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন
  26. নিন্দুকের কাজই তো নিন্দা করা - New!
  27. পাগলের প্রলাপ
  28. পাশান পুরের পাশাণি - New!
  29. প্রেমিক মাতাল সর্বদাই নিখুত ভালবাসার কাঙ্গাল - New!
  30. মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায়
  31. যা শুধু বিস্বাদময়
  32. শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা
  33. সুরঞ্জনা
  34. সুরঞ্জনা
  35. সুরঞ্জনা
  36. সুরঞ্জনা
  37. সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

আনারি প্রেমিক

কখন যদি মনে করো আমি তোমার কাছে বিস্বাদ হয়ে গেছি,
ঝেরে ফেলে দিও বুকের ভিতর জমানো স্মৃত্বি গুলি।
ভুলে যেও এক নিমিষেই ভুল মানুষটাকে,হাজার ভুলের মাঝে।
আমি পিচু ডাকবো না,পিচু ফিরে তাকাবো না,ফেরাবো না তোমায়।
শুধু পরে রব আনারি প্রেমিক হয়েই,যেমনটা রয়েছিলাম বহু কাল।

  1. একটি সপ্নের মৃত্যু
  2. কেউ এক জন আমায় খুব মিস করছে
  3. খয়ারি পাঞ্জাবী
  4. পাশান পুরের পাশাণি - New!
  1. এই পাগলের প্রলাপ
  2. "SURONJONA" I miss you all the time
  3. "SURONJONA" I miss you all the time.
  4. "প্রেমিক মাতাল"
  5. It’my real life story
  6. আনারি প্রেমিক
  7. আমাদের মৌলিক অধিকার
  8. আমার জীবনে আর কোন শুভদিন আসবে না
  9. আমারও একটা প্রেম কাহিনি আছে
  10. আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি
  11. আমি কোন যাত্রাপালার নটরাজ নই - New!
  12. আমি তাকেই হারিয়েছি / আমি তাকেই খুজে পেয়েছি
  13. আমি বাংরেজী ভাষার প্রণেতা হয়ে যেতে পারি
  14. উড়ু চিঠি
  15. এ শুধু সপ্ন
  16. এই পাগলের প্রলাপ (পর্ব ২)
  17. কেউ এক জন আমায় খুব মিস করছে
  18. কোথায় দৌড়াচ্ছেন?
  19. ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর
  20. জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো
  21. তার চেয়ে এই ভালো দূরে দূরে থাকা
  22. তোর আর আমার ধর্মের বেড়িবাঁধ
  23. তোর স্মৃত্বির মণি কোঠায়
  24. দেশ প্রেমের নাটক
  25. নিজেরাই উদ্যেক্তা হয়ে ভালো কিছু করতে পারেন
  26. নিন্দুকের কাজই তো নিন্দা করা - New!
  27. পাগলের প্রলাপ
  28. পাশান পুরের পাশাণি - New!
  29. প্রেমিক মাতাল সর্বদাই নিখুত ভালবাসার কাঙ্গাল - New!
  30. মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায়
  31. যা শুধু বিস্বাদময়
  32. শুধু নেই সেই কবিতা প্রেমিক মাতাল আর সুরঞ্জনা
  33. সুরঞ্জনা
  34. সুরঞ্জনা
  35. সুরঞ্জনা
  36. সুরঞ্জনা
  37. সুরঞ্জনা আজ আর আমার কাছে তুই আসিস না