বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

মনে পড়ে মন পুড়ে (২য় পর্ব )

সোহানের সাথে এনির পরিচয় মাত্র ছয় মাস আগে।
সোহানের বাবা সরকারী চাকুরীজীবী।
সাত আট মাস আগে বধলি হয়ে এখানে এসেছেন।
উনি এখানে আসার ১০ দিন পর পুরো পরিবার নিয়ে
সরকারী কোয়ার্টারে উঠেন।
আর সোহানকে এনিদের কলেজে ডিগ্রি কলেজে ভর্তি করে দেন।
সেই থেকেই এনির সাথে সোহানের পরিচয়।

মা তোর ছেলে


মা তোর ছেলে কলম ছেড়ে অশ্র ধরেছে
হিংসার খেলায় মেতে উঠেছে।
মা দেখেছিস তোর ছেলে কতো বদলে গেছে
খুনের পর খুন করেও পিপাসা না মিঠে।
রক্ত দেখে পায়না ভয়
তোর ছেলের অশ্রের আগাতে রক্তের স্রোত বয়।
খুন খুন খুন ছাড়া কিছুই বুজে না
তাজা প্রাণ কেরে নিতে হাত কাপেনা।
মা তোর ছেলেকে তুই ছেলে বলিসনা
সন্ত্রাস কখনো কোন মায়ের ছেলে হয় না।

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

অজানা ব্যথা

নির্ঘুম রাত কষ্টের প্রহরী
কষ্ট ফুরায়না হৃদয় খুরী।
নিতান্তই আমি কষ্টের খাঁচায় বন্দী

ফেইসবুকে ফটো টাগ / ফটো ভেরিফিকেশন

ফেইসবুকে ফটো টাগ একটি বিরক্তকর অসুবিধা।
বন্দুদের এই টাগ করা ফটোর কারনেই
আপনি পড়তে পারেন ফটো ভেরিফিকেশনের
মার পেছে।
আর এই ফটো ভেরিফিকেশনের মার পেছে
অধিকাংশই বিফল হয়।

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

কবির আত্মহত্যা

একলা ঘরে একলা আমি
বাম হাতে জলন্ত সিগারেট
ডান হাতে কলম।
হয়ে গেছে কাক ডাকা ভোর
নিরব শহর হচ্ছে চঞ্চল
সূর্যটা রক্তের মতো লাল হয়ে
উঠছে পূর্ব গগনে।
চাঁদ গেছে ডুবে,দিনের শুরু যেখানে
এখানেই কবিতা লেখার প্রহর শেষ।

বিদায় সুরঞ্জনা

চলে যাচ্ছি হে শহর নিজের ঠিকানায়,
চলে যাচ্ছি হে নগর আপন ভুবনে,
বিদায় প্রিয়তমা, বিদায় সুরঞ্জনা বিদায়
ভালো থেক তুমি সুরঞ্জনা.........

সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

গরম তেলে জল ডালিলে

গরম তেলে জল ডালিলে যেমন কলকলায়
তেমন কষ্ট দিলিরে তুই আমার অন্তরায় রে
আমার অন্তরায়...

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

আমি অগ্নির মতো উত্তপ্ত

আমি অগ্নির মতো উত্তপ্ত,
রক্তের মতো লাল,
আমি পাথরের মতো কঠিন
মোমের মতো হইনা শেষ।

পৌষের রাতে

পৌষের রাতে, কনকন শীতে, আকাশের নীচে বসে,
কাঁদে এক প্রেমিক মাতাল।
কোয়াসা ঢাকা, চাঁদ যায়না দেখা
রাত দিয়েছে গায়ে আধারের কাঁথা

যেন এক বরণ উৎসব

নিরব নির্জনে দু-জন পাশাপাশি
বকুলের তলায় বসে,
চোখে চোখ রেখে কথা বলা,

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

মনে পড়ে মন পুড়ে (১ম পর্ব )


(১)
এনি দাড়িয়ে আছে কলেজের গেইটে।
কলেজের গেইটটা একেবারেই মেইন রোডের পাশে।
শ্রাবনের দিন। রিমঝিম বৃষ্টি ঝরছে।
এনির বৃষ্টিতে বিজতে খুব ভাল লাগে। বৃষ্টি তার অনেক প্রিয়।

সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

ফেসবুক ফ্যান পেইজ, গোগল প্লাস,ইউটিউবে লাইক, ভিওয়ার ও ফ্লয়ার বাড়ান খুব সহজ পদ্ধতিতে

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।আমরা অনেকে সখের বশে অনেক সময় ফেসবুক – এ ফ্যান পেইজ তৈরি করি কিন্তু প্রথম প্রথম তেমন লাইক পাই না। কিন্তু ফেসবুক – এ  ভিওয়ারনতুন পেইজে কেও

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

আমি ভালবাসার কাঙ্গাল

আমি ভালবাসার কাঙ্গাল
আর ভালবাসা স্বার্থপর
তাই সে পালিয়ে বেড়ায়।

সারে সাত বৎসর

তুমি এসে ছিলে ঘুমের ঘোরে সপ্ননের মতো
আবার চলে গেলে ঘুম ভাঙ্গার সাথে সাথে
মাঝখানে কেটে গেলো সারে সাতটি বৎসর

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

আজ এক পসলা বৃষ্টি এলে

আজ এক পসলা বৃষ্টি এলে ভিজে নিতাম
শোকের মাতনে দুঃখ গুলি ধোয়ে নিতাম
দুঃখ গুলি ধোয়ে নিলে হয়তো হালকা হতো

ঘৃণা হচ্ছিলো ঐ বন্দুর উপর

আমি আমার এক মেয়ে বন্ধুকে কাল চ্যাটে প্রশ্ন করেছিলাম
শপিং করেছ?
সে উত্তর দিল, আমি একটা জামা কিনেছি ১,৪০,৫০০।
আমি প্রশ্ন করলাম সংখ্যাটা কিসের?

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

বদলে নিয়েছে কেউ এক জন

আমি বদলে গেছি, বদলে গেছে আমার জীবন,
বদলে গেছে আমার পৃথিবী
না না বদলে যাইনি, বদলে দিয়েছে কেউ এক জন।

আজ বৃষ্টি এসে ছিল আমার শহর জুরে

আমার শহর জুরে
আজ ধুলি কণা বাসিয়ে নিলো জলে
আজ বৃষ্টি আমায় দেয়নি একটু ও ছুয়ে

এ শুধু সপ্ন

এই ভাঙ্গা চোরা জীবনটা কেউ একজন এসে আবার গড়ে দেবে।
আবার নতুন করে আমায় বাঁচতে শিখাবে।দেখাবে নতুন সপ্ন।
বুঝাবে জীবনের মানে।এ শুধু সপ্ন।সপ্ন সপ্ন থাকে পায়না পূর্ণতা।

বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

"SURONJONA" I miss you all the time.

এই কানে ধরলাম আর রাত জাগবো না
বিশ্বাস করো তোমার মাথা ছুয়ে বলছি
লক্ষিটি এবার রাগ ভাঙ্গ প্লিজ।
একটু হাসনা প্লিজ,

মৃত্তিকা

মৃত্তিকা,চলো হেটে আসি কোলাহলের আড়ালে
ঐ দূর নীল আকাশটা দেখ,
দূর নীল পাহাড়ের সাথে করেছে মিতালি।

কারন আমি যে অতিই নগণ্য

আমার নির্ঘুম প্রতিটা রাত
                আমার আবেগের প্রকাশ গঠায়
আমার নির্ঘুম প্রতিটা রাত

আমারও একটা প্রেম কাহিনি আছে

আমারও একটা প্রেম কাহিনি আছে
আছে এক গুচ্ছ সৃতির ডাইরি
আছে পাওয়া না পাওয়ার হিসেব নিকেস

বড় নিষ্টুর পৃথিবীর মানুষ গুলি

পাহাড়ের কান্না কেউ দেখেনা,
অশ্রু (ঝরনা) দেখতে হিড়িক পরে।
আকাশের আর্তনাদে (গর্জন) সবাই কেপে উঠে

সুরঞ্জনা

সুরঞ্জনা তোর আর আমার সড়ক পথের
দুরত্ত ছিল প্রায় ৩০০ কিলোমিটার
কিন্তু মনের দুরত্ত ছিল তোর মনের নিকটেই।

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪

খুব ইচ্ছে করে

আমাদের মৌলিক অধিকার


যে সকল অধিকার মানুষের জন্মগত অর্থাৎ মানুষ জন্মের পর
যে সব অধিকার পাবে তাকে বলে মৌলিক অধিকার।
আমাদের  প্রধান মৌলিক অধিকারের ৫টির।

অনলাইনে বাংলা রেডিও সুনতে চাইলে

কম্পিউটারে বসে বসে অনলাইনে
বাংলা রেডিও সুনতে চাইলে
[link|http://http://nurislamrafiq.blogspot.com/|এখনি ভিজিট করুন]

নীল পরী

সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

আমি তাকেই হারিয়েছি / আমি তাকেই খুজে পেয়েছি

কিছু মানুষ আছে,যাদের বহিরাংশ দেখলেই বুজা যায়
সে এক পরিপূর্ণ মানুষ।
কিন্তু ভিতরাংশ হিংস্র পশুর চেয়েও জগন্য।

পাগলের প্রলাপ

* আমরা অবিশ্বাস এর মাঝেই বেচে আছি
  বিশ্বাস কে পুজি করে।

* কেউ ভুলে যায়, কেউ ভুলিয়ে দিতে চায়
  এই আমাদের জীবনের গতি।

* একটি মিথ্যা কথা হাজারটা মিথ্যে কথার জন্ম দেয়।
  তাই প্রথম মিথ্যা কথা বলার আগে একটু ভেবে নিন।
  কারন এই একটি মিথ্যেকে ডাকতে গিয়ে
  আপনাকে অগণিত মিথ্যের আশ্রয় নিতে হবে।

আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি

আমি কখনো সুখের পিছনে দৌড়াইনি।
সুখিই প্রতি নিয়ত আমার ফিছনে দৌড়ায়।
তবুও সুখ আমায় আপন করে নিতে পারেনা।

রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

রাতের আঁধারের নন্দিনী (৩য় পর্ব)


       আমরা দু জন রওয়ানা দিলাম।
       গাড়ি দুই ঘন্ডা চলার পড়ে আমার ঘুম চইল্লা আইলো। আমি ঘুমাইয়া গেলাম।
       বলেই মনিরা দীর্ঘশ্বাস ফেললো।
       মনির চার ফ্লাক্সে কনুই ঠেকিয়ে দিয়ে থুতনিতে হাত রেখে মনিরার মুখের দিকে তাকিয়ে

রাতের আঁধারের নন্দিনী (২য় পর্ব)

       
        পরথম মাসের বেতনডা লইয়াই আফার লগে আফার বাসায় উডলাম।
        আমরা দুই জন এক লগেই খাইতাম। আফায় ই রান্দা বান্দা করতো।
        আমি হের লগে সাদ দিতাম। আফার রান্দন ভালাই আছিলো।
        খায়া মজা পাইতাম। ভয়ও পাইতাম। আফায় খালি দামি খাওন রান্ত।

রাতের আঁধারের নন্দিনী (১ম পর্ব)


        রাত প্রায় ১২টা। আঁধারের মাঝে অল্প অল্প আলোর ঝপসা।
        এখানেই খুব ভোরে বসে ফুলের পশরা।
        আর খুব রাতে ফুল কুমারিদের পশরা।
        হ্যা এটা শাসবাগ মোর।

মৃত্তিকা

মৃত্তিকা,চলো হেটে আসি কোলাহলের আড়ালে
ঐ দূর নীল আকাশটা দেখ,
দূর নীল পাহাড়ের সাথে করেছে মিতালি।
চলো না ঘুরে আসি ঐ মিলন মেলাতে।
যাবে আমার সাথে,

শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

লতাহীন বৃক্ষ

আমিতো তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইনি
হয়তো আমি প্রেমের দেনায় দেউলিয়া ছিলাম
নয়তো কারো প্রতারনায় নিঃষ ছিলাম
তাই বলে কি আমি তোমার কাছে ভালবাসা ভিক্ষা চেয়ে ছিলাম।

একটি সপ্নের মৃত্যু

শাওন তার বাবা মায়ের একমাত্র সন্তান।
তারা গ্রামে বসবাস করে। শাওনের বাবার গ্রামের বাজারে ছোট একটি মুদির দোকান আছে।
সেখান থেকেই চলে তাদের ছোট্ট সংসার। মা গৃহিনী। মায়ের সপ্ন ছেলে ডাক্তার হবে। মায়ের সাথে তাল মিলিয়ে শাওনের বাবার সপ্নও শাওন ডাক্তার হবে।

এই পাগলের প্রলাপ (পর্ব ২)

১#মণ মানুষ আর বন মানুষ দুটুই হিংস্র।
২#অতি নগন্য কে দিয়ে জগন্য কাজ হয়না।
    আবার অতি জগন্য কে দিয়ে নগন্য কাজ হয়না।
৩#যে পালাতে চায় তাকে পালাতে দাও।
    কারণ ভোগে নয় ত্যাগেই সুখ।
৪#কোন কোন সান্তনা হয় যন্তনা.........

পাগলের প্রলাপ

মানুষের পিচাস রুপ না দেখলে,
হিংস্র পশুর পশুত্য সম্পর্কে ধারনা করা যায় না।

নিজের মাঝে কোন সৎ গুন না থাকলে,
অন্য মানুষের সৎ গুণ সম্পর্কে ধারণা করা যায় না।

আমার জীবনে আর কোন শুভদিন আসবে না

জানিস সুরঞ্জনা তোকে আমি আজ
একবারও মনে করতে চাইনি?
কিন্তু তুই কেন আমার ইচ্ছার
বিরুদ্ধে আমার মনের করা নারিস?

শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪

খয়ারি পাঞ্জাবী


শ্রাবন্তি মেয়েটা দেখতে অনেক মিষ্টি,
গায়ের রংটা শ্যামা বরণ।
তার হাসিটা মেঘে ডাকা চাদের মতো।
খুব চঞ্চলা মন, চঞ্চল তার চলন বলন।
সে তার বাবা মায়ের একমাত্র সন্তান।

ফেইস বুকে তার সাথে পরিচয় হয় নীড় এর।

বাংলাদেশি বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আয়

আজকের উপহার হিসেবে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি এড মিডিয়া (amaderad.com) সাইট। এটি মাত্র ৯-১১-২০১৩ তে শুরু হয়েছে। যাদের নিজস্ব ব্লগ / সাইট রয়েছে তারা খুব সহজেই তাদের সাইট এ বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আয় করতে পারবেন। তাছাড়া যারা নিজেদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে চান, তারাও এই সাইট ব্যাবহার করতে পারেন। যেহেতু সাইটটি বাংলাদেশ ভিত্তিক, আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত গ্রাহক খুজে পাব।

মানুষ রুপি কোন এক অমানুষ

কতোটা খুদা-রত হলে মানুষ
কুকুরের খাবার কেরে নেয় জলাতঙ্কর ভয় ভুলে।
কতোটা তিষনা-রথ হলে মানুষ
প্রখর রোদেলা দুপুরে বৃষ্টির জন্য কান্না করে গ্রীষ্মের খরতা ভুলে।
হয়তো কুকুরটা তা জানে না?

ও নদী,নদীরে

ও নদী,নদীরে তুই কি জানিস,
তোর বুকে যতো জল নেই,
তার চেয়েও বেশি দুঃখ আমার এই বুকে?

ও নদী,নদীরে তুই কি জানিস,

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

It’my real life story

সুরঞ্জনা তুমি যখন ঘুরে বেড়াতে যাও,বুড়িগঙ্গা নদীর শ্যামপুর ঘাঁটে
আথবা পুস্তগোলা ব্রিজের উপরে
আথবা ডিঙ্গি নৌকায় চড়ে বুড়িগঙ্গার ঐ পাড়ে,
তখন কি আমায় তোমার পাশে খুজে বেড়াও,
খুব জানতে ইচ্ছা করে?

বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

বাস্তবতাই আমাকে করেছে পরাজিত

খুব ইচ্ছে করে সৃতির শহরটা ঘুরে আসি।
যে শহর মনে করিয়ে দেয় আমিও একদিন সুখি ছিলাম
ছিল আমার সুখের কোন এক উৎস।
যে শহর মনে করিয়ে দেয় আমায় কেউ ভালবাসতো
আমার চেয়েও অনেক বেশি।

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

যদি বলি আমার শৈশব ফেরত দাও

কেন এই ইট পাথরের প্রাচীরে আঠকে রেখে ছিলে আমার শৈশব?
কেন বই খাতা আর কলমের মাঝে বেধে রেখেছিলে আমার শৈশব?
কেন আজ আমি তোমাদের মতো শৈশবের সৃতি বলতে পাড়ি না
আমার এই নতুন  প্রজন্মের মাঝে?
আজ কেন আমি শৈশবহীন?
ভাবলেই খুব কান্না পায়, খুব কাদতে ইচ্ছে করে।

যদি বলি তোমরা আমার শৈশব ফেরত দাও?
কি করবে তখন তোমরা?
প্রশ্ন রইলো প্রতি বাবা মায়ের বিবেকের কাছে?

আমাদের মৌলিক অধিকার

যে সকল অধিকার মানুষের জন্মগত অর্থাৎ মানুষ জন্মের পর যে সব অধিকার পাবে তাকে বলে মৌলিক অধিকার। আমাদের প্রধান মৌলিক অধিকারের ৫টির। ১) খাদ্য ২) বস্ত্র ৩) বাসস্থান ৪) শিক্ষা ও ৫) চিকিৎসা কিন্তু আমরা কতোটুকু পাচ্ছি আমাদের মৌলিক অধিকার?

সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

জন্মই আমার অজন্ম পাপ

জন্মই আমার অজন্ম পাপ
মাথার উপর একটাই চাপ
চাই দু-বেলা দু-মুটো ভাত.........

হয়তো সেই জনমে অভিশপ্ত ছিল জীবন

আমি একজন আবেগী মানুষ।
আমি খুব সহজেই আবেগে বিমোহিত হয়ে পারি।
আমি অনেক সপ্ন দেখি,
কিন্তু বাস্তবতা আমার সপ্নকে পথভ্রষ্ট করে দেয়।
আমি আবার হই সপ্নহীন,
হয়ে যাই হৃদয়হীন, বিবেকহীন মানুষ।

রবিবার, ২ নভেম্বর, ২০১৪

আপনার লাগিয়া যে আপনারেই করে পর

আপনার লাগিয়া যে আপনারেই করে পর
তাহারে কি বলিবে তুমি স্বার্থপর?
যাহারে ভাবিয়া হৃদয় হয় শান্ত

আহারে অভাগার জীবন

আমি কি করে শুনাই সকলে বিজয় বাণী
আমার যে জীবন যুদ্ধে পরাজিত আমি
আমি কি করে মুচি সকলের চোখের পানি

আখি জুড়িয়া শ্রাবন আসিলো

আখি জুড়িয়া শ্রাবন আসিলো
না আসিলো ফাগুন,
বিষ মাখা তীর গাঁথিলে হিয়াতে
হইলো রক্তের প্লাবন।

মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন

প্রথম যেদিন তুমি তোমার বুকে জরিয়ে ধরে আমায় বলেছিলে
ডুব দাও তুমি স্নান করে এসো
আমি তখন ডুব দিয়ে ছিলাম, স্নান করেছিলাম
তোমার অন্তর সাগরে।

শনিবার, ১ নভেম্বর, ২০১৪

কবিতা লেখার প্রহর শেষ

একলা ঘরে একলা আমি
বাম হাতে জলন্ত সিগারেট
ডান হাতে কলম।
হয়ে গেছে কাক ডাকা ভোর
নিরব শহর হচ্ছে চঞ্চল

প্রেমিক মাতাল কান্দে

নিষি জাগে চান্দেরে বন্ধু
নিষি জাগে চান্দে
নিষি জাইগা তোমার লাগি
এই মাতালে কান্দেরে বন্ধু
প্রেমিক মাতাল কান্দে.........